E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চলে গেলেন ই-মেইলের উদ্ভাবক

২০১৬ মার্চ ০৭ ১৪:০৯:২৮
চলে গেলেন ই-মেইলের উদ্ভাবক

নিউজ ডেস্ক : ই-মেইল ছাড়া একদিনও কী ভাবা যায়? এই ইলেকট্রনিক মেইল বা ই-মেইল সিস্টেম যাঁর হাত ধরে এসেছিল, সেই রে টমলিনসন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার যুক্তরাষ্ট্রে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তথ্যসূত্র: বিবিসি।

১৯৭১ সালে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের মধ্যে ইলেকট্রনিক বার্তা আদান-প্রদানের ধারণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই কম্পিউটার প্রোকৌশলী।

তিনিই ইমেইলের ক্ষেত্রে (@) সংকেত বসান যা বর্তমান ইমেইলের ক্ষেত্রে মানদণ্ড হয়ে উঠেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, বোস্টনের গবেষণা প্রতিষ্ঠান বোল্ট, বেরানেক অ্যান্ড নিউম্যানে প্রকৌশলী হিসেবে কাজ করার সময় টমলিনসন তার প্রথম ই-মেইলটি পাঠান। অবশ্য ওই বার্তায় কী পাঠানো হয়েছিল তা আর পরে মনে করতে পারেননি এই গবেষক। বোস্টনের ওই প্রতিষ্ঠানটি পরে ‘অর্পানেট’ নাম নেয়। ইন্টারনেটের প্রাথমিক সংস্করণের অনেক গবেষণাই ওই প্রতিষ্ঠান থেকে হয়েছিল।

তথ্য-প্রযুক্তি জগতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ইন্টারনেটের হল অব ফেমে টমলিনসনের নাম অন্তর্ভুক্ত হয়।

(ওএস/ওএস/এএস/মার্চ ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test