E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জেনে নিন ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায়?

২০১৪ জুন ০৩ ১৬:১৪:১৬
জেনে নিন ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায়?

নিউজ ডেস্ক : ইদানিং অনেকেরই ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে যাবার ঘটনা শোনা যাচ্ছে। ফেসবুক বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের একাউন্ট সুরক্ষার জন্য কম্পিটার ইঞ্জিনিয়ার না হলেও চলবে।


একটু সতর্কতা আর নিষেধাজ্ঞা মেনে চললেই আপনার একাউন্ট আপনি নিজেই নিরাপদে রাখতে পারেন। দেখুন, অনেকেই এ বিষয় উদাসীন হতে পারেন কিন্তু মনে রাখবেন আপনি যখনই একটি আইডি খুলবেন এবং সেটি আপনার পরিচিতদের মাঝে ছড়িয়ে পড়বে তখন থেকেই ঐ আইডি থেকে প্রকাশিত সকল তথ্যের দায়ভার আপনাকেই নিতে হবে। কিছু টিপস দেয়া হল। টিপসগুলো অনুসরণ করলে আপনার আইডি নিরাপদে থাকতে পারে।

১। যে কোন সোশাল নেটওয়ার্কিং সাইটে আইডি খোলা বা রেজিস্টার করার আগে একটি ইমেইল অ্যাড্রেস খুলে নিন। ইমেইল অ্যাড্রেসে যেসব তথ্য দিচ্ছেন (যেমন নাম, বার্থডে, ফোন নম্বর, সিক্যুরিটি কোশ্চেনের আন্সার, পাসওয়ার্ড ও অল্টারনেটিভ ইমেইল অ্যাড্রেসটি ইত্যাদি) সেগুলো হুবহু একটি কাগজে বা ডায়রিতে লিখে গোপন ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন যাতে প্রয়োজনে সেগুলো পাওয়া যায়।

২। অবশ্যই আপনার নিজের ইমেল অ্যাড্রেস ব্যাবহার করে ফেসবুক আইডি খুলুন। মোবাইল নম্বর দিয়ে ফেসবুক চালানো নিরাপদ না। অযথা ফটো ভেরিফিকেশনের বিড়ম্বনায় পড়তে পারেন।

৩। নিজের মোবাইল বা কম্পিউটার ছাড়া অন্যের মোবাইল বা কম্পিউটার দিয়ে ফেসবুকে লগ অন করবেন না। যদি নিরুপায় হয়ে লগ অন করেন তাহলে লগ আউট করার পর ব্রাউজারের পাসওয়ার্ড হিস্ট্রি মুছে ফেলুন।

৪। অবশ্যই শক্ত পাসওয়ার্ড ব্যাবহার করুন। এক্ষেত্রে বর্ণ এবং সংখ্যা একত্রে ব্যবহার করুন।

৫। শুধুমাত্র ফেসবুকের সাইট থেকে ফেসবুকে লগ অন করুন। এমনিতে বা লোভে পড়ে অন্য কোন সাইট থেকে ফেসবুকে লগ অন করলে বিপদে পড়তে পারেন।

৬। ফেসবুকের কোন অ্যাপ বা গেইম ব্যাবহার করতে গেলে যদি ইমেইল বা পাসওয়ার্ড চায় অবশ্যই সেই অ্যাপ বা গেইম এড়িয়ে চলুন।

৭। এতো কিছুর পরও যদি অসতর্কতাবশত অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত অন্যদের এটা দ্রুত জানিয়ে দিন। অন্তত অপ্রীতিকর ঘটনার দায় এড়াতে হলেও সবাইকে জানান।

(ওএস/এটিআর/জুন ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test