E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভুয়া অ্যাকাউন্ট ধরার সেবা আসছে ফেসবুকে

২০১৬ মার্চ ২৪ ১৬:০৭:০৮
ভুয়া অ্যাকাউন্ট ধরার সেবা আসছে ফেসবুকে

নিউজ ডেস্ক : অন্যের তথ্য ও ছবি ব্যবহার করে তৈরি করা হাজারো ভুয়া অ্যাকাউন্ট আছে ফেসবুকে। এসব অ্যাকাউন্ট বন্ধে এবার উদ্যোগী হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
 

নতুন একটি টুল আনতে যাচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট। এখনো পরীক্ষানিরীক্ষার পর্যায়ে আছে তা। এই টুল ভুয়া অ্যাকাউন্ট বন্ধের মোক্ষম অস্ত্র হবে বলেই আশা কর্তৃপক্ষের।

ম্যাশেবল ও দ্যা নেক্সট ওয়েবের খবরে প্রকাশ, আপনার তথ্য ও ছবি দিয়ে কেউ যদি ফেসবুকে অ্যাকাউন্ট খুলে তবে তাকে খোঁজে বের করবে নতুন ওই টুল। তারপর তা নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার অ্যাকাউন্টে।

নতুন টুল বা ফিচারটি নিয়ে ২০১৫ সালের নভেম্বর থেকে কাজ শুরু হয়। এখন ফিচারটি পরীক্ষানিরীক্ষার পর্যায়ে আছে। পরীক্ষানিরীক্ষা শেষ হলে তা ৭৫ শতাংশ ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।

অন্যের তথ্য ও ছবি দিয়ে ফেসবুকে কেবল অ্যাকাউন্ট খোলাই নয়, নানা অপকর্মও করে থাকে অনেক দুর্বৃত্ত। নতুন টুলটি যোগ হলে ওই সব দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়াও সহজ হবে, এই বিশ্বাস বিশ্লেষকদের।

(ওএস/এস/মার্চ২৪,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test