E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুধবার শুরু হচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪’

২০১৪ জুন ০৪ ১১:০৬:৪৬
বুধবার শুরু হচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪’

ডেস্ক নিউজ : বুধবার শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি ভিত্তিক দেশের সবচেয়ে বড় উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪’। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনব্যাপী বর্ণাঢ্য এ সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন করবেন।

উদ্বোধনের পর দুপুর ২টা থেকে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নানা আয়োজনে চলবে তথ্য-প্রযুক্তির মেলবন্ধনে আয়োজিত এ জমকালো উৎসব।

মেলায় সবার জন্য রয়েছে বিনামূল্যে প্রবেশ সুবিধা। মেলায় ৯৫টি বেসরকারি, ১৫০টি সরকারি প্রতিষ্ঠানের প্রদর্শনী ছাড়াও সেমিনার, কর্মশালা, আইটি জব ফেয়ার ও সিইও নাইট অনুষ্ঠিত হবে।

মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের নতুন অভিজ্ঞতা দিতে থাকছে সেলফি বুথ ও বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা, এলইডি স্ক্রিনে মেলার উল্লেখযোগ্য আয়োজন সরাসরি সম্প্রচার।

(ওএস/অ/জুন ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test