E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০০ টাকায় মোবাইল ফোন!

২০১৪ জুন ১০ ১১:২১:২২
২০০ টাকায় মোবাইল ফোন!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা : ভারতের বাজারে নয়া আমদানি মাত্র ২০০ টাকা দামের মোবাইল ফোন৷ অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি৷ আর এই ফোন কিনতে আপনাকে চিন বা জাপানেও যেতে হবে না। কারণ, ডুয়েল সিম-সহ ফ্ল্যাশ ক্যামেরা, ব্লু টুথ, ভিডিও রেকর্ডিং, স্টিরিও প্লেয়ার-সহ সব রকমের অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই ফোন এখন ঢেলে বিক্রি হচ্ছে এই দেশের বাজারেই। সেলফোনগুলি দেখতেও অত্যন্ত আকর্ষণীয়। মিলছে হরেক রঙের। অথচ এদের দাম শুরু হচ্ছে মাত্র ২০০ টাকা থেকে। তবে আধুনিক ফিচার-সহ ফোনগুলি মিলছে ৫০০ টাকায়। কী ভাবছেন? ৫০০ টাকার এই মোবাইল কদিন চলবে? জেনে রাখুন, ৫০০ টাকার মোবাইলে মিলবে পুরো একবছরের ওয়্যারেন্টি।

আসলে শুল্ক ফাঁকি দিয়ে চিন থেকেই এসেছে এই মোবাইলগুলি। দিল্লির কারোলবাগের গফ্ফর মার্কেটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এই মোবাইল ফোন। তবে ২০০ টাকার চেয়ে দেখতে ভাল ৫৫০ টাকা দামের মোবাইলগুলি। আকর্ষণীয় গঠন ও ফিচারসের জন্য এই মোবাইলগুলিই এখন ক্রেতাদের পছন্দের তালিকায় সবার উপরে। আপাতত নীল, হলুদ এবং কালো-এই তিন রঙের মডেলে পাওয়া যাচ্ছে এই অভিনব ফোনগুলি। কোনটির মডেল দেখতে গাড়ির মত, কোনটি আবার বন্দুকের মত।

(ওএস/এইচ/জুন ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test