E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৩ হাজার টাকার আইফোন ৭ বিক্রি হচ্ছে ৫৯ হাজার টাকায়!

২০১৬ সেপ্টেম্বর ২১ ১৭:১৮:০২
২৩ হাজার টাকার আইফোন ৭ বিক্রি হচ্ছে ৫৯ হাজার টাকায়!

নিউজ ডেস্ক : হেডফোনের জ্যাক না থাকায় এমনিতেই আইফোন ৭ ও ৭ প্লাস নিয়ে সমালোচনায় অস্বস্তিতে রয়েছে অ্যাপল। এরমধ্যে একটি নতুন ‘হিসাব’ আরও বিব্রত করছে তাদের। গবেষণা সংস্থা আইএইচএস’র ওই ‘হিসাবে’ বলা হচ্ছে, ফোন দু’টির দাম রাখা হচ্ছে উৎপাদন খরচের আড়াইগুণ বেশি!

এ নিয়ে স্মার্টফোন দু’টির সমালোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। এ বিষয়ে তথ্যপ্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলোও সিরিজ প্রতিবেদন করছে।

হেডফোনের জ্যাক না থাকলেও অ্যাপলের দাবি, স্মার্টফোন দু’টির উৎপাদন খরচ আগের হেডফোনের জ্যাক সংযুক্ত স্মার্টফোনের চেয়েও বেশি। এ খরচের পেছনে তারা বলছে, আইফোন ৭ ও ৭ প্লাসে উন্নতমানের এ১০ প্রসেসর, পানি ও ধুলো প্রতিরোধক, উন্নত ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ আরও নতুন নতুন সুবিধা রয়েছে।

কিন্তু আঁতকে দেওয়া ‘হিসাব’ তুলে ধরে আইএইচএস বলছে, ১২৮ গিগাবাইটের একটি আইফোন ৭ তৈরিতে অ্যাপলের খরচ পড়ে ২৯২ ডলার (১ ডলার সমান ৭৮ টাকা)। অথচ কিনতে গেলে ডিভাইসটির জন্য ক্রেতাদের দিতে হচ্ছে সাড়ে সাতশ’ ডলার। যা উৎপাদন খরচের চেয়ে আড়াইগুণেরও বেশি।

খরচের তালিকা তুলে ধরে গবেষণা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, পর্দার জন্য ৩৭ ডলার, ব্যাটারির জন্য ৪ ডলার, ক্যামেরা ২৬ ডলার, লজিক বোর্ড ৭৪ ডলার, স্পিকার ১১.৫০ ডলার, কেসিংয়ে ২২ ডলার, অন্যান্য যন্ত্রাংশে ১১৭.৫০ ডলার মিলিয়ে খরচ হয় ২৯২ ডলার। অর্থাৎ বাজারে আইফোন ৭ যে দামে বিক্রি হচ্ছে তার মাত্র ৩৯ শতাংশ খরচ হয়েছে উৎপাদনে।

তাহলে এতো বেশি মূল্যে কেন ফোন দু’টি বিক্রি হচ্ছে সে নিয়ে প্রশ্ন উঠেছে জোরেশোরে। কিন্তু এই প্রশ্নবাণে যথারীতি চুপসে আছে অ্যাপল।

(ওএস/অ/সেপ্টেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test