E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উৎসববিডি ডটকমের যাত্রা শুরু

২০১৬ অক্টোবর ১৫ ১১:১৪:০২
উৎসববিডি ডটকমের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার : আমেরিকা ভিত্তিক ই-কমার্স প্লাটফরম উৎসব ডটকম দেশে আনুষ্ঠানিকভাবে উৎসববিডি ডটকম (utshobbd.com) নামে যাত্রা শুরু করলো।

শুক্রবার রাজধানীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে ই-কমার্স সাইটটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উৎসব ডটকম বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশি বশোদ্ভূত মার্কিন নাগরিক রায়হান জামান ২০০৫ সালের ৫ আগস্ট নিউইয়র্কে উৎসব ডটকমের যাত্রা শুরু করেন। বর্তমানে যার ১০ হাজার অ্যাকটিভ ক্রেতা এবং ২৫ হাজারের বেশি প্রোডাক্ট রয়েছে।

বিদেশে ব্যাপক সাফল্যের পর এবার দেশেও প্রতিষ্ঠানটি ‘উৎসববিডি ডটকম’ নামে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেতা আরেফিন শুভ।

দেশে-বিদেশে প্রিয়জনের জন্মদিন, বিবাহ বার্ষিকীসহ অন্য বিশেষ দিনের জন্য গিফট দেওয়া এবং অনলাইন কেনা-কাটার সবচেয়ে সুবিধা সম্বলিত ওয়েবপোর্টাল উৎসববিডি ডটকম। ফুল, শাড়ি, কেক, মোবাইল ফোন, সালোয়ার-কামিজ, ডিজিটাল ক্যামেরাসহ প্রায় সব ধরণের পণ্য এখান থেকে কিনতে পারবেন আগ্রহীরা।

অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসববিডি ডটকমের ম্যানেজিং পার্টনার ও প্রধান নির্বাহী রায়হান জামান, ম্যানেজিং ডিরেক্টর রুপা জামান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট আতিক-ই রব্বানি, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি আব্দুল ওয়াহেদ তমাল, এসো ডটকমের ম্যানেজিং ডিরেক্টর দিদারুল আলম, আজকের ডিল ডটকমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর প্রমুখ।


‘দূরে থেকে কাছে’ স্লোগানকে মূল মন্ত্র হিসেবে নিয়েছে উৎসববিডি ডটকম (utshobbd.com)।

প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর রুপা জামান বলেন, ‘পরিবারের মানুষটি দূরে আছেন। তাকে কোনো উপহার পাঠাতে আমাদের সাইট থেকে কিনে নেবেন। এরপর আমরা পরিবারের সেই মানুষটির ঠিকানা নিয়ে পণ্যটি তাকে পৌঁছে দেবো’।

(ওএস/এএস/অক্টোবর ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test