E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোকিয়া ৩৩১০ মে মাসেই আসছে

২০১৭ মার্চ ১২ ১২:২৫:১৩
নোকিয়া ৩৩১০ মে মাসেই আসছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া নোকিয়ার ৩৩১০ মডেলের পুরনো ফোনটি নতুন মডেলে ফের বাজারে ফিরছে। নতুন ভার্সনটি এইচএমডি গ্লোবালের অধীনে নোকিয়া ব্র্যান্ডেই বিক্রি হবে।

যারা এই ফোনের ফ্যান তাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। যুক্তরাজ্যের অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ক্লোভ জানিয়েছে, আগামী মে মাসে ফোনটি বাজারে আসবে।

তার মানে নোকিয়া ৩৩১০য়ের এই নতুন ফোনটি হাতে পাওয়ার জন্য আরো দেড় মাসের মতো অপেক্ষা করতে হবে।

নোকিয়ার ৩৩১০ মডেলের ফোন প্রথম বাজারে আসে ২০০০ সালের সেপ্টেম্বরে। দীর্ঘস্থায়ী ব্যাটারি ও হার্ডওয়ার ব্যবস্থার কারণে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে এই ফোন। একই সঙ্গে বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রিত ফোনের রেকর্ড গড়ে নোকিয়া ৩৩১০।

নোকিয়ার পুরনো ও ঐতিহ্যবাহী এই ফোনের মূল সংস্করণ এখনো অ্যামাজনে পাওয়া যায়। তবে বাজারে পাওয়া গেলেও কোম্পানিটি বিক্রি করছে না বলে জানিয়েছে।

এদিকে, নোকিয়া ৩৩১০ নতুন ফোনের সঙ্গে আগের সংস্করণের হুবহু মিল থাকবে বলে জানানো হলেও বিট্রিশ দৈনিক সানডে এক্সপ্রেস এইচএমডি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, পুরনো ফোনের সঙ্গে নতুন ফোনের মিল থাকবে ৯০ শতাংশ।

নোকিয়া ৩৩১০ ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বহু মানুষ। কেননা শুধু নোকিয়া ব্র্যান্ডেরই নয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলের মধ্যেও ৩৩১০ ছিল তুমুল জনপ্রিয়।

নোকিয়া ৩৩১০ মডেলের নতুন সংস্করণের এ ফোনে ঘড়ি, ক্যালকুলেটর, ১০টি রিমাইন্ডার সঞ্চিত রাখার সামর্থ্য ও চারটি গেইম ইন্সটল করা আছে। ফোনটি যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাবে মাত্র ৫০ ডলারে। যুক্তরাজ্যের হাই স্ট্রিট স্টোরে পাওয়া যাবে ফোনটি।

বিশ্বজুড়ে অসংখ্য নোকিয়াপ্রেমীদের কাছে ৩৩১০ শুধু একটি মজবুত ফিচার ফোন নয়, ফোনটির সঙ্গে তাদের আবেগও জড়িয়ে রয়েছে। ফোনটির জনপ্রিয়তা যাচাই করেই ফের বাজারে ফিরিয়ে আনা হচ্ছে। সহজ সরল ইন্টারফেস, প্রি-লোডেড গেম ‘স্নেক ২’ থাকছে ফোনটিতে।

(ওএস/এসপি/মার্চ ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test