E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

হুয়াওয়ের অংশীদারিত্বে ১০০ প্রতিষ্ঠান

২০১৭ মার্চ ২৪ ১২:১৯:৩৭
হুয়াওয়ের অংশীদারিত্বে ১০০ প্রতিষ্ঠান

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা সিইবিআইটি ২০১৭ তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) কৌশল ও সমাধান প্রদর্শনে ১০০টি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

‘লিডিং নিউ আইসিটি, দ্য রোড টু ডিজিটাল ট্রান্সফরমেশন’ স্লোগান নিয়ে জার্মানির হ্যানোভারে চলতি মাসের ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে সিইবিআইটি মেলা।

বর্তমান ডিজিটাল যুগে এন্টারপ্রাইজগুলোর ক্ষমতায়নে সিইবিআইটি- তে পরবর্তী প্রজন্মের তারবিহীন যোগাযোগ ব্যবস্থার কথা উন্মোচন করেছে হুয়াওয়ে।

এক্ষেত্রে একটিমাত্র ব্যবস্থার মধ্যেই এক সঙ্গে রয়েছে ভয়েস, ভিডিও, ইন্টারকম, মনিটরিং ও আইওটিসহ অন্যান্য সেবা। যা এ খাত সংশ্লিষ্টদের বেশি নির্ভরযোগ্যতা ও সহজলভ্যতা নিশ্চিত করবে।

ধারণা করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে বিশ্বজুড়ে এন্টারপ্রাইজের মাধ্যমে আনুমানিক প্রায় ৭ বিলিয়ন সংযোগের সুযোগ তৈরি হবে। সর্বদা সংযুক্ত পরিবর্তনশীল এ বিশ্বে হুয়াওয়ের নতুন এ সল্যুশন এন্টারপ্রাইজগুলোর ডিজিটাল রূপান্তরকে ত্বরাণ্বিত করবে, পাশাপাশি নতুন যুগের সূচনার দৃঢ় ভিত্তি তৈরি করবে।

হ্যানোভারে প্রদর্শনীর কেন্দ্রে সাড়ে ৩ হাজার বর্গফুটের বুথে হুয়াওয়ে ব্যবসা, প্রযুক্তি এবং এ ইকোসিস্টেমের জন্য অভিনব আইসিটি ব্যবস্থা ও সল্যুশন প্রদর্শন করে।

পাশাপাশি, বিশ্বব্যাপী গ্রাহক ও অংশীদারদের ডিজিটাল ব্যবসাকে অত্যাধুনিক করে তুলতে ডিজিটাল রূপান্তরের সর্বোত্তম অনুশীলন ও পদ্ধতি তুলে ধরা হয়।

হুয়াওয়ে বিজনেস গ্রুপের কৌশল ও লক্ষ্য সিইবিআইটি ২০১৭ এর প্রতিপাদ্য বিষয় ‘ডি কোনোমি, নো লিমিটস’ এর সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এবং এটি নীতি নির্ধারকদের অর্থনীতি, জন ব্যবস্থাপনা, ডিজিটাল সমাজ এবং ডিজিটাল রূপান্তরের ব্যাপারে নির্দেশনামূলক।

হুয়াওয়ে ‘প্ল্যাটফর্ম + ইকোসিস্টেম’ কৌশলের বাস্তবায়নকে উৎসাহিত করতে বৈশ্বিক ওপেন ল্যাব কর্মসূচির উন্মোচন করে।

এ কর্মসূচি কার্যক্ষমতা বাড়িয়ে তোলার মাধ্যমে বিশেষ শিল্পখাত বিষয়ক উদ্ভাবনী সমাধান নিয়ে আসবে, আইসিটি ইকোসিস্টেম গড়ে তুলতে প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করবে, যা ভবিষ্যতের স্মার্ট সমাজ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

আগামী তিন বছরে হুয়াওয়ে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এমন আরও ১৫টি ওপেন ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে। ২০১৯ সালের মধ্যে বিশ্বজুড়ে ২০টি ওপেন ল্যাব থাকবে।

সিইবিআইটি ২০১৭- এর প্রদর্শনীতে হুয়াওয়ের ‘ব্যবসা’, প্রযুক্তি’ ও ‘ইকোসিস্টেম’ – এর জন্য উদ্ভাবনী আইসিটি পণ্য, সল্যুশন, ও সাফল্য গাঁথা দেখানো হয়।

(ওএস/এসপি/মার্চ ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test