E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাইক্রোসফট ট্রান্সলেটরে যুক্ত বাংলা ভাষা

২০১৭ এপ্রিল ০৭ ১৫:১৭:৩০
মাইক্রোসফট ট্রান্সলেটরে যুক্ত বাংলা ভাষা

তথ্যপ্রযুক্তি ডেস্ক : অত্যাধুনিক অনুবাদক প্ল্যাটফর্ম ‘মাইক্রোসফট ট্রান্সলেটর’ এ যুক্ত হয়েছে জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা বাংলা। এখন থেকে এই প্ল্যাটফর্মে বাংলাকে খুঁজে পাবেন ব্যবহারকারীরা।

শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের বাংলাদেশ কার্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিয়ষটি জানানো হয়।

মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, ‘বাংলাদেশ ও এ দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে মাইক্রোসফট ট্রান্সলেটরে বাংলা ভাষা যুক্ত করা হয়েছে। বিশ্বের সব মানুষ ও প্রতিষ্ঠানগুলোর দক্ষতা অর্জনের পাশাপাশি ভাষার বৈচিত্র্যতা যেনো বিশ্বব্যাপী একে অপরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি না করে সে লক্ষ্যে কাজ করছি আমরা।’

‘বিশ্বব্যাপী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিগতভাবে যেনো মোবাইল ফার্স্ট-ক্লাউড ফার্স্ট ওয়ার্ল্ডের মাধ্যমে যুক্ত থাকার পাশাপাশি যোগাযোগ নিশ্চিৎ করতেই আমাদের এ পদক্ষেপ।’

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় লোকজন ছাড়াও পর্যটক কিংবা বিশ্বের যে কোনো দেশের মানুষ উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, কিন্ডল ও আইওএস ডিভাইসে মাইক্রোসফট ট্রান্সলেটর অ্যাপ ব্যবহার করতে পারবেন।

মোবাইল অ্যাপ কিংবা ওয়েবে গিয়ে মাইক্রোসফট ট্রান্সলেটর লাইভ ফিচারের মাধ্যমে নয়টি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

গ্রাহক সহায়তা ও সেবা, ওয়েব লোকালাইজেশন বা স্থানীয়করণ, প্রশিক্ষণ বা অভ্যন্তরীণ যোগাযোগের জন্যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে মাইক্রোসফটের ট্রান্সলেটর টেক্সট এপিআই যুক্ত করতে পারবে।

এদিকে সার্চ ইঞ্জিন বিং-এর আউটলুক মাইক্রোসফট ট্রান্সলেটর, কর্টানা, এজ, শেয়ারপয়েন্ট ও ইয়ামারে মাইক্রোসফট ট্রান্সলেটর এরই মধ্যে যুক্ত করা হয়েছে।

ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কিংবা পিডিএফ ফাইলে অনুবাদ করতে চাইলে ‘ডকুমেন্ট ট্রান্সলেটর’ এর মাধ্যমে তা অনায়াসে করা যাবে।

‘ডকুমেন্ট ট্রান্সলেটর’ একটি ওপেন-সোর্স বা মুক্ত অ্যাপ্লিকেশন যা জিটহাব থেকে ব্যবহারযোগ্য। পুরো পদ্ধতিটি অনেক কম সময়ে ও কম খরচে সম্পন্ন করতে পারবেন ব্যবহারকারীরা।

(ওএস/এসপি/এপ্রিল ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test