E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্ব ধরিত্রী দিবসে গুগলের ডুডল

২০১৭ এপ্রিল ২২ ১৩:২১:৫২
বিশ্ব ধরিত্রী দিবসে গুগলের ডুডল

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আজ, ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। গুগলের হোমপেজে বা শুরুর পাতায় বিশেষ একটি ডুডলের মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে।

ডুডলটি মানুষকে আরও বেশি পরিবেশবান্ধব হতে উৎসাহিত করছে।

পরিবেশ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিতে প্রতিবছর ২২ এপ্রিল সারা বিশ্বে ধরিত্র দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এর উদ্দেশ্য হলো- মানুষকে সেসব কাজে উৎসাহিত করা, যার ফলে লাভবান হবে প্রকৃতি, সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি, আরও বেশি গাছ লাগান।

ধরিত্রী দিবসের এই গুগলটি তৈরি হয়েছে কয়েকটি ছবি নিয়ে। এতে তুলে ধরা হয়েছে একটি শিয়ালের গল্প, যে একদিন স্বপ্ন দেখে পৃথিবীটা দূষিত হয়ে গেছে আর জলবায়ু পরিবর্তনের ফলে তার বিরূপ প্রভাব পড়েছে। জগৎমাতাকে বাঁচাতে নিজের জীবনযাপন পদ্ধিতিতে সামান্য পরিবর্তন আনে শিয়ালটি। প্রকৃতি আর পবিরেশ রক্ষায় পথে নেমে সে বন্ধু বানায় ‘মম’ নামে একটি বিড়াল ও একটি ব্যাঙকে।

এতে মূলত মানুষকে একটা পথ দেখান হয়েছে যাতে সে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় অবদান রাখতে পারে। এর জন্য যা করা যেতে পারে তার মধ্যে রয়েছে- বিদ্যুতের ব্যবহার কমানো, বাসের ওঠার পরিবর্তে সাইকেল চালানো ইত্যাদি।

(ওএস/এসপি/এপ্রিল ২২, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test