E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভুয়া সংবাদ বন্ধে গুগল সার্চে পরিবর্তন

২০১৭ এপ্রিল ২৭ ১৪:৫০:১০
ভুয়া সংবাদ বন্ধে গুগল সার্চে পরিবর্তন

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সার্চ জায়ান্ট গুগল এবার ভুয়া সংবাদ এবং ঘৃণামূলক বক্তব্য রুখতে তাদের সার্চ পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসছে। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো, সার্চ এর ফলাফলে উগ্রপন্থী কনটেন্ট বা ভুয়া সংবাদ দেখানো নিয়ে কঠিন সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।

এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে এর অ্যালগরিদমকে অপব্যবহার করে উগ্রপন্থীদের কনটেন্ট প্রচারের চেষ্টা ব্যাহত হবে। আর নতুন পরিবর্তনে গুগল তাদের অ্যালগরিদমকে এমন ভাবে সাজিয়েছে যেখানে ‘ভুয়া খবরের’ কোনো লিংক সবার উপরে দেখাবে না। তবে ভুয়া খবরগুলো সার্চ অপশন থেকে মুছে ফেলা হবে না। এর বদলে এগুলোকে ‘নিম্নমানের’ খবর বলে চিহ্নিত করে সেগুলোকে সার্চ ফলাফলের সবার নীচে নামিয়ে দেয়া হবে।

গুগল সার্চ বিভাগের প্রকৌশলবিষয়ক ভাইস প্রেসিডেন্ট বেন গোমেজ বলেন, গুগল সার্চের অ্যালগরিদম এর কৌশল ব্যবহারকারীরা বুঝে ফেলায় নতুন করে ‘কাঠামোগত’ পরিবর্তন আনা হচ্ছে।

(ওএস/এসপি/এপ্রিল ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test