E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্যামসাংয়ের নতুন নোটবুক

২০১৭ মে ৩১ ১৪:৩৫:১৩
স্যামসাংয়ের নতুন নোটবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক : নতুন নোটবুক ছেড়েছে দক্ষিণ কোরিয়ার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। নোটবুকটির মডেল স্যামসাং নোটবুক ৯ প্রো। তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত কম্পিউটেক্সে এই নোটবুকটি প্রদর্শন করা হয়। এতে এস পেন রয়েছে।

দুইটি ডিসপ্লে ভার্সনে নোটবুকটি পাওয়া যাবে। একটি ১৩.৩ ইঞ্চির। অন্যটি ১৫ ইঞ্চির। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ১০৮০x১৯২০ পিক্সেল।

উভয় নোটবুক উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত। এতে ইনটেল আরআই ৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে এএমডি র‌্যাডিয়ন আরএক্স ৫৪০ গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে।নোটবুকটি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঁজ করা যায়।

১৩.৩ ইঞ্চির নোটবুকটিতে ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম রয়েছে। ১৫ ইঞ্চির ভার্সনে আছে ১৬ জিবি র‌্যাম। উভয় ভার্সনে ২৫৬ জিবি এসএসডি মেমোরি ব্যবহার করা হয়েছে।

(ওএস/এসপি/মে ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test