E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন কী আনছে অ্যাপল?

২০১৭ জুন ০৫ ১৩:৩৭:৪৬
নতুন কী আনছে অ্যাপল?

তথ্যপ্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ থেকে ৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের ডেভেলপারদের সবচেয়ে বড় সম্মেলন ওয়ার্লওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডাব্লিউডাব্লিউডিসি)। এ সম্মেলনে কী চমক আনবে অ্যাপল? তা নিয়ে নানা ধারণা প্রকাশ করেছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।

পরবর্তী আইফোন নিয়ে আভাস দেওয়া হতে পারে- ইভেন্টটি নিয়ে থাকা সব ধারণার মধ্যে এটিই শীর্ষে আছে, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

মার্কিন সাইট ভার্জ-এর প্রতিবেদন মতে, পরবর্তী আইওএস, ম্যাকওএস, টিভিওএস আর ওয়াচওএস-এর বিষয়ে ঘোষণা দেবে অ্যাপল। এতে বলা হয়, “অ্যাপলের চার বড় প্লাটফর্ম বাৎসরিক চক্রে বের হয়ে থাকে, যার ঘোষণা জুনে দেওয়া হয়, তারপর ডেভেলপাররা এগুলো নিয়ে ঘাঁটেন আর শরতে এগুলো বের করা হয়। এ বছরও ভিন্ন হওয়ার কথা নয়।”

এর আগে ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে বলা হয়, আইওএস ১১-এ “একটি আপডেটেড ইউজার ইন্টারফেইস আনা হতে পারে।”

অ্যাপল পুরো অপারেটিং সিস্টেমের জন্য একটি ‘ডার্ক মোড’ নিয়ে কাজ করছে। এদিকে, অ্যাপল ওএলইডি আইফোন আনবে বলেও গুঞ্জন রয়েছে, এই গুঞ্জন সত্য হলে ডার্ক মোডের মাধ্যমে ব্যাটারির খরচ কমানো যাবে।

অ্যাপল তাদের মেইল আর সাফারি’র মতো অ্যাপগুলোও আপডেট করতে পারে, এক্ষেত্রে স্টাইলাস ব্যবহারের সুযোগ আনা হতে পারে। আইপ্যাডে একাধিক ব্যবহাকারীর অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হতে পারে।

স্যামসাং পে আর এলজি পে-এর সাফল্য দেখে অ্যাপল তাদের লেনদেন সেবাদাতা অ্যাপ অ্যাপল পে আরও উন্নত করতে পারে।

২০১৬ সালে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপলের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিরি’র সঙ্গে ভালো পাল্লা দিয়েছে। এ বছর স্যামসাং তাদের বিক্সবি নামের নতুন ডিজিটাল অ্যাসিট্যান্ট আনায় এ খাতে প্রতিযোগিতা অন্য মাত্রায় চলে গেছে। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে অ্যাপল তাদের সিরি-কে আরও উন্নত করবে বলে ধারণা করা হচ্ছে।

হার্ডওয়্যার খাতে অ্যাপল অ্যামাজন ইকো আর গুগল ইকো’র সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় সিরি স্পিকার আনতে পারে, আপডেট আনা হতে পারে ম্যাকবুক আর ম্যাকবুক প্রো’র সংস্করণগুলোতেও। এ ক্ষেত্রে ম্যাকবুক এয়ার আনার দুই বছর হয়ে গেছে। তাই এই ল্যাপটপটিতেই আপডেট আনতে পারে মার্কিন প্রতিষ্ঠানটি।


(ওএস/এসপি/জুন ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test