E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইন্টারনেটের দাম কমাতে কাজ শুরু

২০১৭ জুন ০৯ ১২:৩২:২৩
ইন্টারনেটের দাম কমাতে কাজ শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইন্টারনেটের দাম কমাতে কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এজন্য আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সহায়তায় কস্ট মডেলিং করার কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জুন) আইটিইউয়ের সহায়তায় বিটিআরসি কার্যালয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয় বলে জানিয়েছেন বিটিআরসির একজন কর্মকর্তা।

গত এপ্রিল মাসে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে ইন্টারনেটের নতুন মূল্য নির্ধারণ করা হবে। এজন্য টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসিকে কস্ট মডেলিং তৈরি করতে বলা হয়েছে।

বিটিআরসির এক কর্মকর্তা বলেন, বিটিআরসি এবং স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে কস্ট মডেলিং নিয়ে আলোচনা হয়েছে। তবে, এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

সর্বশেষ ২০১৫ সালের ৩১ আগস্ট প্রতি এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইডথের মূল্য এক হাজার ৬৮ টাকা থেকে কমিয়ে সর্বনিম্ন ৬২৫ টাকা নির্ধারণ করে সরকার।

বাংলাদেশে ইন্টারনেটের মূল্য পৃথিবীর তৃতীয় সর্বনিম্ন বলে জানায় টেলিযোগাযোগ বিভাগ।

বিটিআরসির সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ৭২ লাখ ৪৫ হাজার। এরমধ্যে মোবাইল ইন্টারনেট ৬ কোটি ৩১ লাখ ২০ হাজার, ওয়াইম্যাক্স ৮৯ হাজার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) গ্রাহকের সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার।

(ওএস/এসপি/জুন ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test