E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাউসপ্যাড থেকেই চার্জ হবে তারবিহীন মাউস

২০১৭ জুন ১৩ ১৪:১২:৩২
মাউসপ্যাড থেকেই চার্জ হবে তারবিহীন মাউস

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মাউসপ্যাড থেকে তারবিহীন মাউসে চার্জ দেওয়ার অভিনব প্রযুক্তি উদ্ভাবন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লজিটেক। মাউসপ্যাডে থাকা অবস্থায় মাউস চার্জ হবে।

অভিনব এ মাউস তৈরি করতে প্রচুর গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়ন করতে হয়েছে বলে লজিটেকের দাবি। প্রতিষ্ঠানটি জানায়, মাউসটির গবেষণা ও উন্নয়নে চার বছর সময় লেগেছে। মাউসপ্যাডের যেকোনো জায়গা থেকেই চার্জ নিতে সক্ষম হবে এই মাউস। তবে ম্যাক কম্পিউটারে এ মাউস কাজ করবে কি না তা এখনও জানা যায়নি।


‘জি পাওয়ারপ্লে’ নামে খ্যাত জি৯০৩ এবং জি৭০৩ দুটি মডেলে মাউসগুলো আগস্ট মাসে বাজারে আসবে। দুটি মডেলই পিএমডব্লিউ৩৩৬৬ অপ্টিকাল সেন্সর ব্যবহার করা হয়েছে। জি৯০৩ মাউসটির দাম রাখা হয়েছে ১৪৯.৯৯ মার্কিন ডলার। অপরদিকে, জি৭০৩ মাউসের দাম রাখা হয়েছে ৯৯.৯৯ মার্কিন ডলার।

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test