E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৭০ শতাংশ অ্যাপ ব্যক্তিগত তথ্য পাচার করে

২০১৭ জুন ১৪ ১৪:৪২:৫৪
৭০ শতাংশ অ্যাপ ব্যক্তিগত তথ্য পাচার করে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের অ্যাপগুলোর মধ্যে ৭০ শতাংশই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তৃতীয়পক্ষের কারও হাতে তুলে দিচ্ছে। সম্প্রতি এক গবেষণায় এরকম উদ্বেগজনক তথ্য প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, স্মার্টফোনে আমরা যেসব অ্যাপ ব্যবহার করি সেগুলো আমাদের একান্ত ব্যক্তিগত তথ্যগুলো গুগল অ্যানালিটিক্স, ফেসবুক গ্রাফ এপিআই কিংবা ক্রাশলিটিক্সের মতো প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করছে।

শঙ্কা জাগানো এই তথ্য উন্মোচিত হয়েছে স্পেনের আইএমডিইএ ইন্সটিটিউট। শুধু গবেষণা নয় ব্যবহারকারীর ওপর নজর রাখা অ্যাপের ওপর পাল্টা নজরদারী করতে বিকল্প একটি অ্যাপ চালু করেছে সংস্থাটি। ‘লুমেন প্রাইভেসি মনিটর’ নামের এই অ্যাপ ব্যবহার করলে জানা যাবে কোন কোন অ্যাপ ব্যবহারকারীর তথ্য অন্যত্র সরবরাহ করছে।

সচেতন অ্যাপ ব্যবহারকারীরা জানেন যে যখন একটি অ্যাপ আমরা স্মার্টফোনে ইন্সটল করি তখন শুরুতেই আমাদের ব্যক্তিগত তথ্যভাণ্ডারে প্রবেশের অনুমতি চায় অ্যাপটি। অবশ্য কিছু অ্যাপের জন্য এইসব তথ্য পাওয়াটা অত্যন্ত জরুরি। না হলে অ্যাপটিই কাজ করতে পারবে না। কিন্তু এসব তথ্য পেয়ে অ্যাপগুলো তুলে দিচ্ছে অন্যকোনো ট্র্যাকিং প্রতিষ্ঠানগুলোর হাতে। এই কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ভোক্তা আকর্ষণ করতে এভাবেই বিপুল মানুষের ওপর নজর রাখে।


(ওএস/এসপি/জুন ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test