E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধ্যস্থতাকারীর কাজ করবে ফেসবুকের চ্যাটবট!

২০১৭ জুন ১৮ ১৩:১১:০৭
মধ্যস্থতাকারীর কাজ করবে ফেসবুকের চ্যাটবট!

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আপনি যদি দর কষাকষি বা মধ্যস্থতাকারীতে চালু না হন তবে দুশ্চিন্তা করার কিছু নেই। কারণ ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, অচিরেই ফেসবুকের চ্যাটবট মধ্যস্থতাকারীর কাজ করবে। অর্থ্যাৎ চ্যাটবট আপনার হয়ে দরকাষাকষি করবে।

ফেসবুক ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ’ এর গবেষকরা বলেছেন, এই চ্যাটবটটি অর্থপূর্ণ কথোপকথন চালাতে সক্ষম।

জানা যায়, এখন পর্যন্ত ফেসবুকে যেসব চ্যাটবট রয়েছে সেগুলো সংক্ষিপ্ত সংলাপ চালাতে পারে। এছাড়া এগুলোর মধ্যে কিছু কিছু রেস্টুরেন্টের টেবিল বুকিং দিতে পারে।

তবে মধ্যস্থতাকারী চ্যাটবট হবে এসবের চেয়ে অনেক বেশি আলাদা। এটি অন্যের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ও অর্থবহ সংলাপ আদান প্রদান করতে পারবে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যস্থতাকারী এই চ্যাটবটটির সঙ্গে কেউ বুঝতেই পারবে না যে তারা একটি চ্যাটবট সিস্টেমের সঙ্গে কথোপকথন চালাচ্ছেন। কারণ এই চ্যাটবটটি অনায়াসেই ইংরেজিতে কথোপকথন চালিয়ে যেতে পারবে।

উল্লেখ্য, চ্যাটবট হলো স্বয়ক্রিয়ভাবে উত্তর দিতে সক্ষম বিশেষ যা প্রশ্নের মধ্যে থাকা বিভিন্ন কি-ওয়ার্ড বিশ্লেষণ করে স্থানীয় ডাটাবেজ খুঁজে মুহূর্তের মধ্যেই উত্তর দেয়।

(ওএস/এসপি/জুন ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test