E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০০ কোটির মাইলফলকে ফেসবুক

২০১৭ জুন ২৯ ১০:৩৩:৪৩
২০০ কোটির মাইলফলকে ফেসবুক

নিউজ ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ২০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে। অর্থাৎ বিশ্বের এক-চতুর্থাংশের বেশি মানুষ এখন ফেসবুক ব্যবহার করে।

মঙ্গলবার ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মঙ্গলবার সকালের হিসাবে ফেসবুক কমিউনিটিতে এখন আনুষ্ঠানিকভাবে ২০০ কোটি ব্যবহারকারী রয়েছে।

২০১২ সালের অক্টোবরে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছিল। এরপর পাঁচ বছরে ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হলো। এদিকে, এত ব্যবহারকারী পেয়েও সন্তুষ্ট নন মার্ক জাকারবার্গ!

ইউএসএ টুডেতে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০০ কোটি ছাড়ালেও আমরা এখনো সবাইকে সংযুক্ত করতে পারিনি। সবচেয়ে যে বিষয়টি আমি চাই, তা হলো সবাইকে সংযুক্ত করা।

(ওএস/এএস/জুন ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test