E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইফোনের ৭ বিশেষত্ব

২০১৭ জুলাই ০১ ১০:০০:৩০
আইফোনের ৭ বিশেষত্ব

স্পাম মেসেজ ফিল্টার
অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১১ সংস্করণের গুরুত্বপূর্ণ একটি ফিচার এই স্পাম মেসেজ ফিল্টার। নতুন অপারেটিং সিস্টেমের আওতায় মেসেজ অ্যাপটি স্পাম মেসেজ ফিল্টার করার সামর্থ্য রাখে। মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে এ কাজ করে অ্যাপটি।

নেটিভ স্ক্রিন রেকর্ডিং
আইওএস ১১ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা নিজেদের ডিভাইসের ডিসপ্লের কন্টেন্ট বাহ্যিক ভয়েস ইনপুটসহ রেকর্ড করতে পারবে। তা ছাড়া এই ফিচার ব্যবহার করার মাধ্যমে জিআইএফ (গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট) তৈরি করা যায়। স্যামসাংয়ের স্মার্টফোনগুলোতে স্ক্রিন রেকর্ডিং সমর্থণ করলেও অ্যান্ড্রয়েড প্লাটফর্মে এখনও এটি অনুপস্থিত।

সব ডিভাইসে মেসেজ সিঙ্ক করার সক্ষমতা
আইওএস ১১ অপারেটিং সিস্টেমের মেসেজ অ্যাপে এখন আইক্লাউড সাপোর্ট করে। অর্থাৎ, এখন থেকে অ্যাপল আইডি দিয়ে সিঙ্ক করা যেকোন ডিভাইসে মেসেজ দেখা যাবে। গুগলের অ্যান্ড্রয়েড মেসেজ অ্যাপে এখনও এই ফিচার নেই।

মেসেজে টাকা লেনদেন করার সুবিধা
মেসেজ অ্যাপ দিয়ে সরাসরি টাকা পাঠানো এবং গ্রহণ করার সুবিধা আছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেমে। একটি মাত্র টেক্সট মেসেজ দিয়েই গ্রাহকরা টাকা পাঠাতে পারবেন। তা ছাড়া টেক্সট মেসেজ পাঠিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফারও করা যাবে। অ্যান্ড্রয়েডে এরকম কোন ফাংশন নেই।

তাৎক্ষণিকভাবে অনুবাদে সিদ্ধহস্ত সিরি
নতুন অপারেটিং সিস্টেমে অ্যাপলের ভয়েস ভিত্তিক অ্যাসিস্ট্যান্ট সিরির ব্যাপক উন্নতি সাধন করা হয়েছে। নতুন অপারেটিং সিস্টেমের আওতায় তাৎক্ষণিকভাবেই কথোপকথনের মধ্যে ভাষা অনুবাদ করে দিতে পারে সিরি। বর্তমানে ফিচারটি ইংরেজি থেকে চীনা, ফরাসী, জার্মান, ইতালিয় এবং স্প্যানিশ ভাষা অনুবাদ করে দিতে পারে।

সহজতর সেটআপ সুবিধা
আইওএস ১১ দিয়ে গ্রাহকরা খুব সহজে নতুন আই্ওস ডিভাইস সেটআপ দিতে পারবেন। এজন্য পুরনো সেটের কাছে ডিভাইস নিয়ে গেলেই কাজ হবে। ফিচারটি সম্বন্ধে খুব একটা তথ্য প্রকাশ না পেলেও অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, ‘আপনার নতুন আইফোন বা আইপ্যাডকে পুরনো আইওএস ডিভাইসের পাশে নিয়ে গেলেই পার্সোনাল সেটিংস, প্রিফারেন্স এবং আইক্লাউড কিচেইন পাসওয়ার্ড দ্রুত এবং নিরাপদে আমদানি হবে।’

কন্টেন্টের জন্য ড্রাগ-এ্যান্ড-ড্রপ সাপোর্ট
মোবাইল অ্যাপ্লিকেশনে ছবি, টেক্সট এবং ইউআরএলসহ কন্টেন্ট ড্রাগ-এ্যান্ড-ড্রপ করার সুবিধা দিচ্ছে নতুন আইওএস অপারেটিং সিস্টেম।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

(ওএস/অ/জুলাই ১ ,২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test