E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আন্তর্জাতিক রোবট অলিম্পিকসে অংশ নিচ্ছে বাংলাদেশ

২০১৭ জুলাই ০৬ ১৫:১৩:৪৪
আন্তর্জাতিক রোবট অলিম্পিকসে অংশ নিচ্ছে বাংলাদেশ

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আগামী ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিভিন্ন দেশের স্কুল শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে প্রথম আন্তর্জাতিক রোবট অলিম্পিকস। বাংলাদেশি প্রতিভাবান কিশোরদের একটি দলএতে অংশ নিচ্ছে।

তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে নেতৃত্ব ও উদ্ভাবনের গুণাবলি গড়ে তোলার উদ্দেশ্যে ‘ফার্স্ট গ্লোবাল’ (www.first.global)-এই প্রতিযোগিতা আয়োজন করছে। এতে অংশ নিচ্ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকাসহ ৬ মহাদেশের প্রায় ১৬৪টি দেশের তরুণ শিক্ষার্থীরা। যার মধ্যে চল্লিশটিরও বেশি দেশ এশিয়ার। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে মিডিয়া কম লিমিটেড এই তথ্য দিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশ্বের প্রতিটি শিশুর জন্যই প্রয়োজনীয় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত (সংক্ষেপে এসটিইএম) বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করে দিতে বহুদিন ধরে কাজ করে চলেছে ফার্স্ট গ্লোবাল। এসটিইএমের বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান তরুণদের শিক্ষিত করে তোলার মাধ্যমে সমগ্র বিশ্ব বিশেষ করে এশিয়ার অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব।

যেহেতু ফার্স্ট গ্লোবালের উদ্দেশ্য বিজ্ঞান ও রোবটিকস শিক্ষার মাধ্যমে সত্যিকারের বৈশ্বিক জনগোষ্ঠী সৃষ্টি তাই নেপাল, বাংলাদেশ ও পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশকে ২০১৭ সালের ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জে অংশ নেয়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।

বাংলাদেশ দলের একজন তরুণ সদস্য জানিয়েছেন, প্রোগ্রামিংয়ের চর্চা তাকে আরও ভালো শিক্ষার্থী হয়ে উঠতে সহায়তা করেছে। এটি অ্যানালিটিকাল থিংকিং উন্নত করতে সহায়ক। যার প্রভাব অন্যান্য কাজকর্মেও পড়ে। তাই শুধু ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জে অংশ নেয়াই নয়, এসটিইএম বা রোবটিকস চর্চা শিক্ষা ব্যবস্থার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে বলে অভিজ্ঞদের ধারণা।

ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের সদস্যরা হলেন- সুজয় মাহমুদ (ম্যানগ্রোভ স্কুল), আজমান ইসলাম (হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল), আদ্রিয়ান দীপ মোহান্ত (হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল), শাহ সাকীফ ইমাম (অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল), লালেহ-নাজ বার্গম্যান হোসেইন (সানবিমস স্কুল) এবং টিম ক্যাপ্টেন লাবিব তাজওয়ার রহমান (প্রাক্তন শিক্ষার্থী, একাডেমিয়া স্কুল ঢাকা)। এসব শিক্ষার্থীর মেন্টর হিসেবে রয়েছেন মোহাম্মদ শামস জাবের (টিম মেন্টর এবং প্রতিষ্ঠাতা, দ্য টেক একাডেমি) এবং শামসুল আরেফিন এরফান (টিম অ্যাসিস্ট্যান্ট মেন্টর)।

নিউজক্রেড ঢাকার সংশ্লিষ্টতায় দ্য টেক একাডেমির প্রতিষ্ঠাতা শামস জাবেরের তত্ত্বাবধানে বাংলাদেশ দলটি গঠিত হয়। শামস জাবের স্কুল শিক্ষার্থীদের রোবটিকস, ইলেকট্রনিকস এবং প্রোগ্রামিং ইত্যাদি শিখিয়ে থাকেন। তিনি একাডেমির উৎসাহী শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিয়ে দল গঠন করেন।

প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলোকে একটি রোবট তৈরি করতে হবে। যেটি পানি ও সংক্রামক উপাদন সংগ্রহ করা, এলগরিদম ব্যবহার করে দুই ধরনের উপাদানের পার্থক্য বুঝে সেগুলোকে আলাদা জায়গায় রাখতে পারে।

জানা গেছে যুক্তরাষ্ট্র থেকে আয়োজকদের পাঠানো রোবট-কিট ব্যবহার করে বর্তমানে বাংলাদেশ দল তাদের রোবট বানানোর শেষ মুহূর্তের কাজে নিয়োজিত রয়েছে। নানাবিধ জটিলতায় এই কিট হাতে পেতে প্রায় দেড়মাস সময় বেশি লেগে যাওয়ায় টিম ক্যাপ্টেন লাবিবের নেতৃত্বে বাংলাদেশ দলটি দিন-রাত পরিশ্রম করে চলেছে। এমনকি ঈদের মধ্যেও কাজ করেছে তারা।

(ওএস/এসপি/জুলাই ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test