E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেট থেকে ‘ব্লু-হোয়েল’ সরানোর নির্দেশ

২০১৭ আগস্ট ১৮ ১২:৪২:১৯
নেট থেকে ‘ব্লু-হোয়েল’ সরানোর নির্দেশ

নিউজ ডেস্ক : অনলাইন গেম ‘ব্লু-হোয়েল’ চ্যালেঞ্জ একটি মরণফাঁদ হিসেবেই ধরা হচ্ছে। এ গেমের আসক্তিতে ভারতসহ বিভিন্ন দেশে শিশুর মৃত্যু ঘটনা ঘটছে। এবার নেট জগৎ থেকেই গেম ‘ব্লু-হোয়েল’ সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

সম্প্রতি অনলাইন গেম ‘ব্লু-হোয়েল’ চ্যালেঞ্জ খেলতে গিয়ে আত্মহত্যা করে ভারতের বেশ কয়েকটি শহরের খুদেরা। এই ঘটনার পর পরই তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ ধরনের গেম সরিয়ে নিতে বিভিন্ন ইন্টারনেট অপারেটরদের কাছে চিঠি পাঠায়। এমনকি অন্য নামেও এই ধরনের গেম থাকলেও তাও সরিয়ে ফেলতে বলা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে এবিপি আনন্দ এক প্রতিবেদনে জানায়, ইন্টারনেট অপারেটরদের কাছে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ স্বাক্ষর করেছেন। ফলে গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম, মাইক্রোসফট, ইয়াহু-সহ অন্যান্য সমস্ত জায়গা থেকে অনলাইন গেম ‘ব্লু-হোয়েল’ চ্যালেঞ্জের লিঙ্ক সরাতে হবে।

(ওএস/এএস/আগস্ট ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test