E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোজিলা ফায়ারফক্সের কিছু শর্টকাট

২০১৭ আগস্ট ১৯ ১৩:৩৪:৩৩
মোজিলা ফায়ারফক্সের কিছু শর্টকাট

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফায়ারফক্স চালান । কিন্তু জানেন না ফায়ারফক্সের শর্টকাট। কাজ করতে পিছিয়ে পড়েন। দ্রুত কাজ করতে ও সময় বাঁচাতে জেনে নিন ফায়ারফক্সের শর্টকাট।

জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সের প্রয়োজনীয় কিছু কিবোর্ড শর্টকাট তুলে ধরা হলো- পেজের নিচের দিকে আসতে চাইলে Spacebar, উপরের দিকে আসতে Shift + Spacebar, ওয়েব পেজে কিছু খুঁজতে Ctrl + F, পরের শব্দ খুঁজতে Alt + N, কোন কিছু বুকমার্ক করতে Ctrl + D, নতুন ট্যাব খুলতে Ctrl + T, সরাসরি সার্চ বক্সে যেতে Ctrl + K, সরাসরি অ্যাড্রেস বারে যেতে Ctrl + L, লেখাকে বড় করতে Ctrl + =, লেখাকে ছোট করতে Ctrl + -, ট্যাব বন্ধ করার জন্য Ctrl + W, রিলোড অথবা রিফ্রেশ করতে F5, হোমপেজে যেতে Alt + Home, আগের ট্যাব অথবা পরের ট্যাবগুলোতে নেভিগেট করতে Ctrl + Tab।

(ওএস/এসপি/আগস্ট ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test