E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোহিঙ্গাদের নিয়ে পোস্ট মুছে দিচ্ছে ফেসবুক!

২০১৭ সেপ্টেম্বর ২১ ১৯:১৪:৩৯
রোহিঙ্গাদের নিয়ে পোস্ট মুছে দিচ্ছে ফেসবুক!

নিউজ ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ‘জাতিগত নিধন’ ও রোহিঙ্গাদের দাবি নিয়ে ফেসবুকে যারা সোচ্চার হচ্ছেন, তাদের পোস্ট মুছে দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এমনকি তাদের ফেসবুক অ্যাকাউন্টও সাসপেন্ড করে দিচ্ছে। ডেইলি বিস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডেইলি বিস্ট আরো জানিয়েছে, যেসব রোহিঙ্গারা তাদের ওপর হামলার তথ্য ফেসবুকে প্রকাশ করছে, তাদেরও দমন করছে ফেসবুক কর্তৃপক্ষ।

মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের ওপর দমন অভিযান শুরু করায় সম্প্রতি ৪ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়া ছাড়াও হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে।

রোহিঙ্গাদের অধিকারের দাবিতে সোচ্চার মালয়েশিয়ার কুয়ালামপুরের মোহাম্মদ আনোয়ার নামক একজন ফেসবুক ব্যবহারকারী ডেইলি বিস্টকে জানিয়েছেন, রাখাইন রাজ্যের সহিংসতা সম্পর্কিত তার সবগুলো পোস্ট মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

তিনি তার অন্যতম একটি পোস্টে, রোহিঙ্গাদের বসবাসের অঞ্চল রাখাইন রাজ্যে সামরিক কার্যকলাপ প্রসঙ্গে শেয়ার করেছিলেন যে, মিয়ানমারের সামরিক হেলিকপ্টার রোহিঙ্গা গ্রামে উড়ছে। ফেসবুক কর্তৃপক্ষ পোস্টটি মুছে দিয়ে বার্তায় জানিয়েছে, তারা এ ধরনের পোস্ট ফেসবুকে রাখতে পারছে না। কারণ এটি ‘ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ করে না’।

আরেকটি মুছে ফেলা পোস্টে তিনি শেয়ার করেছিলেন মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের একটি গ্রাম পুড়িয়ে দিচ্ছে। রহিম নামক আরেকজন সোচ্চারকর্মী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে পোস্ট দেওয়ায় ফেসবুক তার পোস্টগুলো মুছে দিয়েছে এবং অ্যাকাউন্টও সাসপেন্ড করেছে।

এরকম আরো অনেকেই জানিয়েছেন, রোহিঙ্গাদের নিয়ে তাদের পোস্ট মুছে দিয়েছে ফেসবুক। আবার কখনো অ্যাকাউন্টও স্থগিত করা হচ্ছে। মিয়ানমারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক লরা হেইল ডেইলি বিস্টকে বলেন, দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে রোহিঙ্গাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ার জন্য ফেসবুকে রিপোর্ট করা হচ্ছে।

এ অভিযোগের জবাবে ফেসবুকের একজন মুখপাত্র রুচিকা বুদ্রজা ইন্ডিপেন্ডেন্টকে বলেন, ‘আমরা চাই ফেসবুক এমন একটি জায়গা যেখানে মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তাদের মতামত শেয়ার করুক। আমরা একটি নিরাপদ এবং সম্মানজনক অভিজ্ঞতা প্রদানের জন্য এবং সেসব অভিব্যক্তির সঠিক ভারসাম্য বজায় রাখতে কঠোর পরিশ্রম করছি। এ কারণে আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে, যেখানে বলা রয়েছে- কী ধরনের পোস্ট করায় ফেসবুকের অনুমতি রয়েছে এবং কী ধরনের পোস্টে রিপোর্টের মাধ্যমে আমাদের মুছে দেওয়ার জন্য বলবে। এর মধ্যে ঘৃণাত্মক বক্তব্য, ভুয়া অ্যাকাউন্ট এবং বিপজ্জনক সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে।’

ফেসবুক জানিয়েছে, কনটেন্ট যদি উল্লেখযোগ্য সংবাদ কিংবা জনস্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হয় তাহলে তা প্রকাশের অনুমতি রয়েছে কিন্তু কনটেন্ট যদি ফেসবুকের মান ভঙ্গ করে বা ঘৃণাত্মক বক্তব্য এবং সহিংসতার হুমকি হয় তাহলে তা মুছে দেওয়া হয়।

বুদ্রজা বলেন, ‘যদি কেউ মনে করেন যে এটি তাদের মানদণ্ডের লঙ্ঘন করে তাহলে যে কেউ আমাদের কাছে বিষয়বস্তু সম্পর্কে রিপোর্ট করতে পারে। কতবার রিপোর্ট করা হয়েছে সেটি কোনো ব্যাপার না, গুরুতর বিষয়বস্তুর কনটেন্ট দ্রুত মুছে ফেলা হবে। মিয়ানমারের পরিস্থিতির প্রতিক্রিয়ায়, আমরা সাবধানতার সঙ্গে আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরোধী বিষয়বস্তু পর্যালোচনা করছি।’

(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৭)



পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test