E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই উৎসর্গ করতে চাই জীবন'

২০১৪ সেপ্টেম্বর ১০ ২০:৪৪:০৪
'বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই উৎসর্গ করতে চাই জীবন'

স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ ও প্রচার করাই আমার জীবনের ব্রত। বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই উৎসর্গ করতে চাই জীবন। আর সে জন্যেই আমি প্রতিষ্ঠা করেছি 'বঙ্গবন্ধু স্মৃতি ফাউণ্ডেশন'। এই ফাউণ্ডেশনের অন্যতম কাজ, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানো।

বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউণ্ডেশনের ধানমণ্ডির প্রধান কার্যালয়ে এ প্রতিবেদককে বেশ দৃঢ়তার সাথেই ওপরের কথাগুলো বলেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, সফল ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক লায়ন মোঃ সাখাওয়াত হোসেন।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। তাঁর জন্ম না হলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর দীর্ঘ ত্যাগ আর লড়াই-সংগ্রামের ফসল এই বাংলাদেশ। আমরা যদি সেই মহান নেতার আদর্শ ধারণ করতে না পারি তাহলে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমি চাই, দেশের প্রতিটি তরুণ বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম ভালো মতো চর্চা করুক। সেই লক্ষ্যকে সামনে রেখেই বঙ্গবন্ধু স্মৃতি ফাউণ্ডেশনের গোড়াপত্তন। ফরিদপুরের বোয়ালমারীর সোনামাটির সন্তান লায়ন মোঃ সাখাওয়াত হোসেন মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামীলীগের রাজনীতির সাথেও সম্পৃক্ত। ফরিদপুর-১ সংসদীয় এলাকা বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালীর অনেকেই মনে করেন, লায়ন সাখাওয়াত আগামী নির্বাচনে তাদের আসনে আওয়ামীলীগের সম্ভাব্য এমপি প্রার্থী। এ প্রসঙ্গে লায়ন সাখাওয়াত বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ প্রচার করাই আমার জীবনের ব্রত। আমার এলাকার মানুষ এবং প্রিয় সংগঠন আওয়ামীলীগ যদি আমাকে এলাকার উন্নয়নে অবদান রাখার সুযোগ দেয় তা আমি গভীর আনন্দ ও কৃতজ্ঞতার সাথেই গ্রহণ করবো।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামীলীগই একমাত্র সক্ষম রাজনৈতিক সংগঠন। আমাকে এমপি পদে মনোনয়ন দেওয়া হোক কিংবা না হোক, আমি আধুনিক বাংলাদেশের কাণ্ডারি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো। লায়ন সাখাওয়াত বলেন, ক্ষমতা আমার কাছে বড় বিষয় নয়। আমার কাছে বড় বিষয় হচ্ছে, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এলাকার মানুষ তথা দেশের সাধারণ মানুষের সেবা করা। আমি সেই কাজটিই আমৃত্যু করতে চাই।


লায়ন সাখাওয়াত কথা শেষ করেন এই বলে, 'বঙ্গবন্ধু দেশের মানুষকে ভালবেসে জীবন দিয়েছেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই আমি আমার জীবন উৎসর্গ করতে চাই।'

(এসআর/এটিআর/সেপ্টেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test