E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রেদওয়ান রনির সাথে কিছুক্ষণ

২০১৫ অক্টোবর ১৮ ১৩:০৭:৫৩
রেদওয়ান রনির সাথে কিছুক্ষণ

শোভন সাহা : রেদওয়ান রনি বাংলাদেশের একজন অতি উচ্চ মানের টিভি নাটক ও চলচিত্র নির্মাতা। তার কঠোর পরিশ্রম ও সৃজনশীল মেধার মাধ্যমে নিজেকে এক অনন্য স্থানে দাঁড় করিয়েছেন। পাবনা জেলা থেকে উঠে আসা তার। রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করার পর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন।

একক ভাবে তিনি ২০০৬ সালে টেলিফিল্ম 'উড়োজাহাজ' নির্মাণ করেন। টেলিভিশনে ছোট বড় সব ধরনের কাজ মিলিয়ে ১০০টির বেশি নাটক, টেলিফিল্ম তৈরি করেছেন। বাংলা সিনেমাতেও তার অবদান অনেক। তার নির্মিত চোরাবালি সিনেমাটি এখন দর্শক জনপ্রিয়তার শীর্ষেই অবস্থান করে। আর এই চোরাবালি চলচ্চিত্র দিয়েই তিনি বেস্ট ডিরেক্টর অব দ্য ইয়ার ২০১২ পুরস্কার অর্জন করেন। তাছাড়া নাটকের মধ্যে অন্যতম হাউজফুল, এফ.এন.এফ, রেডিও চকলেট।

শত ব্যস্ততার মধ্যেও রেদওয়ান রনি সময় দিয়েছেন আমাদের।তার সাথে কথা বলেছেন আমাদের বিনোদন রিপোর্টার শোভন সাহা। উত্তরাধিকার ৭১ নিউজের পাঠকদের জন্য কথোপকথনটি হুবহু তুলে ধরা হল -

উত্তরাধিকার ৭১ নিউজ : কাজ নিয়ে কেমন ব্যস্ততা যাচ্ছে ?
রনি : সব সময় ব্যস্ততা, কাজের মধ্যেই থাকি, কোন না কোন প্রজেক্ট থাকেই সবসময়। আর মিডিয়ায় যারা কাজ করে তাদের অবসর সময়ের চেয়ে ব্যস্ত থাকতে বেশি হয়।

উত্তরাধিকার ৭১ নিউজ : আপনার পরিচালিত অনেকগুলো ধারাবাহিক নাটক যেমন হাউজফুল, এফএনএফ বেশ জনপ্রিয় হয়েছিল। নতুন কোন ধারাবাহিক নিয়ে কাজ করছেন কি ?
রনি: এখন তো একটা ধারাবাহিক নাটক আমাদের হাউজ থেকে যাচ্ছে। এটা যৌথ পরিচালনা করছি আমি এবং নিয়ামূল মুক্তার। নাটকের নাম 'ঝালমুড়ি'। সামনে আরো দুই বা একটা ধারাবাহিক নাটক পরিকল্পনা করছি। আশা করছি যে খুব দ্রুতই কাজ করব আরো কিছু নাটকের। এই সব নিয়েই এখন পরিকল্পনা আমার।

উত্তরাধিকার ৭১ নিউজ : আজকাল বেশির ভাগ দর্শক ভারতীয় সিরিয়ালের দিকে ঝুঁকে পড়ছে। আপনি কি মনে করেন এটা নির্মাতদের ব্যর্থতা ?
রনি: এটা শুধু নির্মাতাদের ব্যর্থতা না। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা কে আমি নির্মাতাদের ব্যর্থতাই বলব। খুব বড় করে যদি আমরা এই বিষয়ে দেখি তাহলে চ্যানেল কর্তৃপক্ষ, যারা বিজ্ঞাপন দেন, লেখক, ও নির্মাতাদের সম্মিলিতভাবেই এই ব্যর্থতাকে মেনে নিতে হবে। আমাদের এখানে প্রডিউসার কালচারটা ভালভাবে গড়ে ওঠে নাই। যে টাকা দেয় তাকেই আমরা প্রডিউসার বলি । কিন্ত যে টাকা দেয় সে আসলে টাকার যোগানদাতা। প্রডিউসার আসলে যে সারাক্ষণ প্রডাকশন এর সাথে জড়িত থাকবে। প্রডাকশনের প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে সাজাবে বা আয়ত্তে রাখবে। আর পরিচালক শুধু তার নির্মাণ নিয়ে সকল কাজ করবে অথচ আমাদের এখানে একটা পরিচালকের ৭০% মেনেজ্যারিয়াল কাজ করতে হয়। আমাদের চ্যানেল একটা নির্মাতাকে তার কাজের জন্য অল্প বাজেট দেয় যা দিয়ে ভাল কাজ করা খুবই কষ্টসাধ্য। এরপরও অনেক ভাল কাজ হচ্ছে। আর চ্যানেলগুলো তো একটা নাটক বা অনুষ্ঠানের মধ্যে অসংখ্য বিজ্ঞাপন দিয়ে ভরে রাখছে তাহলে তো দর্শকরা আর দেখবে না। এই কারণে ভারতীয় নাটকের দিকে দর্শকরা বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।

উত্তরাধিকার ৭১ নিউজ : আপনার নতুন ছবি নিয়ে কিছু বলুন?
রনি : 'আইসক্রিম' আমার নতুন ছবি। এটা মূলত ভালবাসা নির্ভর কাহিনী। সাথে আরো অনেকগুলো উপকরন থাকবে যা আমাদের সমাজের বেশ কিছু কিছু দিক তুলে ধরবে। কেন আইসক্রিম? আসলে আইসক্রিম জিনিসটা দেখতে সুন্দর, খেতেও ভালো লাগে, কিন্তু আইসক্রিম সবসময় ঠান্ডায় রাখতে হয়। মানুষের সাথে মানুষের সম্পর্কটাও এমন অবস্থায় থাকে। আমি মানুষের সম্পর্ক নিয়ে এই গল্পটি তৈরি করছি।

উত্তরাধিকার ৭১ নিউজ : বর্তমানে চলচ্চিত্র শিল্পের যে মন্দাভাব যাচ্ছে তা থেকে উত্তরনের জন্য কোন পদক্ষেপটি সবচেয়ে গুরুত্বপূর্ন বলে মনে করছেন ?
রনি: প্রথম কথা আমাদের সিনেমা হল তৈরি করতে হবে। খুবই ভাল মানের সিনেমা তৈরি হচ্ছে। কিন্তু আমি চাই প্রতিটা জেলায় একটা করে অত্যাধুনিক সিনেকমপ্লেক্স তৈরি হবে। আসলে এখন বিশ্ব অনেক আধুনিক আমাদেরও সেইভাবে কাজ করতে হবে।

উত্তরাধিকার ৭১ নিউজ: ইদানিং বেশ কয়েকজন অভিনেত্রী টালিগঞ্জের দিকে ছুটছেন নিজের ক্যারিয়ারের স্বার্থে এই বিষয়টাকে কিভাবে দেখছেন?
রনি: খুবই ভাল খবর এটা আমাদের অভিনেতা বা অভিনেত্রীদের জন্য। কারণ তারা তাদের মেধা দিয়ে বিদেশে গিয়ে কাজ করছে।

উত্তরাধিকার ৭১ নিউজ: আপনার অনলাইন টেলিভিশন কেমন চলছে ?
রনি: পপকর্ন টিভি.কম। আমার অনেক শখের অনলাইন টিভি। আমার প্রোডাকশন হাউজের নামে এটার নাম করেছি। তবে আমি ইন্টারনেট সেবা নিয়ে হতাশ। কারনণ আমি শুনেছি জেলা শহরে এখনও ইন্টারনেটে অনলাইন টিভি দেখতে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়।

উত্তরাধিকার ৭১ নিউজ : চলচ্চিত্রে যারা ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদের জন্য আপনাদের পরামর্শ কি ?
রনি: সবার নিজের কাজে প্রফেশনাল হওয়া দরকার। এটা শুধু শখের বিষয় না পেশাদারিত্বর চোখে দেখার মন মানসিকতা থাকতে হবে। যারা সিরিয়াসলি এই পেশায় আসবে তাদের জন্য আমি বলব এটা কঠিন একটা কাজ, অপেক্ষা করতে হবে। দুই-একটা কাজ করলাম আর ফেসবুকে ছবি আপলোড করলাম এটাই কিন্তু সব না। যার মেধা থাকবে সে অবশ্যই এগিয়ে যাবে।

উত্তরাধিকার ৭১ নিউজ: শত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
রনিঃ আপনাকেও অনেক ধন্যবাদ। উত্তরাধিকার ৭১ নিউজের পাঠকদের জন্য রইল আমার শুভকামনা।

(ওএস/এনএস/এস/অ/অক্টোবর ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test