E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে আজীবন সংগ্রাম করতে চাই

২০১৫ নভেম্বর ০৩ ১৭:৩১:৫৬
বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে আজীবন সংগ্রাম করতে চাই

নিউজ ডেস্ক : চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ ইরান তাঁর কর্মীদের প্রতি অনেক যত্নবান। কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ ও রাজনৈতিক পরামর্শ দিয়ে থাকেন। কর্মীদের কাছেও তিনি সমধিক গ্রহণযোগ্য নেতা। তার উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন তাঁরই গ্রামের কলেজ ‘লাইলা কবির ডিগ্রি কলেজ’ ফটিকছড়ি, এই কলেজেই তিনি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। বাবা মোহাম্মদ জুবাইর একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামীলীগের রাজনীতির দুঃসময়ের একনিষ্ঠ সংগঠক। তিনি বর্তমানে ইউনিয়ন আওয়ালীগের ভাইস প্রেসিডেন্ট। মা শাহীন সুলতানা পরিবার দেখাশুনা করেন। তাঁর সাথে একান্ত আলাপ করেছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি হাসনাত নাগাসাকি-

উত্তরাধিকার ৭১ নিউজ : আপনার রাজনৈতিক হাতেখড়ি কখন হয়?
বখতিয়ার সাঈদ ইরান : আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী রাজনীতিক। আমাদের পরিবারের মধ্যেই একটা রাজনৈতিক আবহ রয়েছে। ফলে এক অর্থে খুব ছোট বেলা থেকে আমার রাজনীতির হাতে খড়ি। আমি সক্রিয়ভাবে রাজনীতি করছি ১৯৯৯ সালে কলেজে ভর্তি হওয়ার পর উচ্চ মাধ্যমিক এবং গ্রেজুয়েশন করার সময় কলেজ ছাত্রলীগ এবং থানা ছাত্রলীগের বিভিন্ন দায়িত্বে ছিলাম। ২০১১ সালের ৬ই জানুয়ারি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব প্রাপ্ত হয়ে এখনও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করছি।

উত্তরাধিকার ৭১ নিউজ :ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদের কর্মকাণ্ড নিয়ে নানান প্রশ্ন ওঠে ...
বসাই : আমার কমিটির কোন পর্যায়ে কোন নেতা কর্মী নিয়ে আজ পর্যন্ত কোন পত্রিকায় কোন খারাপ রিপোর্ট আসেনি। আমরা ফেয়ার রাজনীতি করার চেষ্টা করি।

উত্তরাধিকার ৭১ নিউজ :আপনি দায়িত্ব নিয়েছেন প্রায় ৫ বছর। এখনও কিছু থানা কমিটি মেয়াদ উত্তীর্ণ এবং কিছু থানায় কমিটি নাই...

বসাই : আমরা কমিটিগুলো নিয়ে অনেক কাজ করেছি। চট্টগ্রাম উত্তর জেলার আওতায় ৭টি থানা। তারমধ্যে সন্দ্বীপ এবং রাউজানের কমিটি নাই। আগামী ১৫ দিনের মধ্যে সন্দ্বীপের কমিটি ঘোষণা করা হবে। তার পর পরই রাউজানের কমিটিতে হাত দেয়া হবে। মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো নিয়েও আমাদের চিন্তা ভাবনা ও সিনিয়র ভাইদের পরামর্শ নেয়া হচ্ছে। শীঘ্রই এগুলোর সমাধান করা হবে।

উত্তরাধিকার ৭১ নিউজ :ছাত্রলীগ উপমহাদেশের একটি অন্যতম ঐতিহ্যময় সংগঠন। ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলোতে তাদের গুরুত্বপূর্ণ মেধাবী ভূমিকা ছিল। কিন্তু এখনকার ছাত্রলীগ কি আগের মত মেধা চর্চা করেন?
বসাই : এখন আগের চেয়ে অনেক বেশী মেধা চর্চা হয়। নেত্রী এখন ছাত্রলীগের কর্মকান্ডের দিকে সর্বদা কড়া নজর রাখেন। ফলে কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে মেধাবী ছাত্রদের দলে গুরুত্ব দেয়া হচ্ছে। ফলে মেধাবী ছাত্ররাও এখন অনেক বেশী দলে ভিড় করছেন...

উত্তরাধিকার ৭১ নিউজ : কিন্তু সেই মেধাবীরা কতটুকু রাজনৈতিক সাহিত্য ও রাজনৈতিক সংস্কৃতির চর্চা করেছেন।

বসাই : আমরা শীঘ্রই পাঠচক্র শুরু করব। ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে আমাদের পাঠচক্র শুরু হবে। পর্যায়ক্রমে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়েই স্টাডি হবে।


উত্তরাধিকার ৭১ নিউজ : ২০১৩-২০১৪ সালে মৌলবাদীদের ব্যাপক তান্ডব দেখা গেছে। এখনও মৌলবাদীরা নানা রকম গুপ্ত আক্রমন চালাচ্ছেন। মৌলবাদীদের রুখতে আপনাদের আত্মগত প্রস্তুতি কেমন?
বসাই : ২০১৩-২০১৪ সালেও আমরা আমাদের নিজ নিজ এলাকায় অবস্থান করে হেফাজত সহ জামাত শিবিরের তান্ডব প্রতিহত করেছি। হাটহাজারী-সীতাকুন্ড এলাকায় তখন আমাদের নেতা কর্মীসহ সাধারণ মানুষ পর্যন্ত এলাকায় নির্বিঘ্নে বসবাস করিতে পারছিলেন না। তখন আমরা যারা দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিলাম- আমরা স্ব স্ব এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। এখনও যদি এমন কোন পরিস্থিতি উদ্ভব হয় আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করব। আমরা একটি গণতান্ত্রিক সংগঠক। আমরা গণতান্ত্রিক উপায়ে তাদেরকে প্রতিহত করব।

উত্তরাধিকার ৭১ নিউজ :গত ৫ বছরের দায়িত্ব পালনকালীন সময়ে আপনার সফলতা-ব্যর্থতাগুলো কি কি?

বসাই : (অমায়িক হাসি দিয়ে) আসলে সফলতা এমন বেশি কিছু দেখি না। আমি আমার কর্মীদেরকে সময় দিই, যোগাযোগ রক্ষা করার চেষ্টা করি। সবগুলো কমিটি নিয়ে কাজ এগিয়ে গেছে। সবগুলো কমিটির কাজই আমার দায়িত্বকালীন সময়ে শেষ করে যাবো। নতুন প্রজন্মকে সংগঠকের ভিড়ানোর জন্য কাজ করছি। বিশেষভাবে স্কুল পর্যায়ে কাজ করা দরকার। মেধাবী ছাত্রদেরকে রাজনীতিতে আরো বেশি উৎসাহিত করা দরকার।

উত্তরাধিকার ৭১ নিউজ :রাজনীতি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
বসাই : আমার পরিকল্পনা একটাই বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে আজীবন সংগ্রাম করে যাবো।

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test