E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৯ সেপ্টেম্বর, ১৯৭১

২নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ চালায়

২০১৮ সেপ্টেম্বর ২৮ ২৩:৫৭:০২
২নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ চালায়

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ময়মনসিংহে মুক্তিবাহিনী কোম্পানী কমান্ডার আবুল কাশেম ও প্লাটুন কমান্ডার মনিরুদ্দিনের নেতৃত্বে পাকবাহিনীর ভালুকা ঘাঁটির ওপর আক্রমণ চালায়। এই আক্রমণে ৪ জন পাকসেনা ও ৩ জন রাজাকার নিহত হয়।

২নং সেক্টরে মুক্তিবাহিনীর ৪র্থ বেঙ্গলের ‘বি’ কোম্পানী পাকসেনাদের নয়ানপুর অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। এই আক্রমণে গোলান্দাজ বাহিনী মুক্তিযোদ্ধাদের সহায়তা করে।

পাকিস্তান সরকার জাতিসংঘে বাংলাদেশ সরকারের প্রতিনিধি এম. আর. সিদ্দিকীর জাতিসংঘের অঙ্গনে প্রবেশ নিষিদ্ধ করার জন্যে মহাসচিব উ‘থান্টের কাছে আবেদন জানায়।

বিচারপতি আবু সাঈদ চৌধুরীর কাছে বৃটিশ লেবার পার্টির সচিব টিম রিডআউট এক চিঠিতে অক্টোবরে অনুষ্ঠেয় দলের সম্মেলনে যোগদানের জন্য তাঁকে অনুরোধ জানান।

রাওয়ালপিন্ডিতে সরকারীভাবে ঘোষণা করা হয়, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগে অভিযুক্ত অধুনালুপ্ত আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে বিশেষ সামরিক আদালতে দায়েরকৃত মামলায় এ পর্যন্ত ২০ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে।

উপ-নির্বাচনকে সামনে রেখে কে এস সি-র ওয়াকিং কমিটি এক জরুরি বৈঠকে জয়নুল আবেদীন, এম.এ.হাই, এম.এ.রব, নিজামুদ্দিন মোল্লা ও শাহমহিউদ্দিনকে নিয়ে একটি সাব-কমিটি গঠন করে।

সেক্রেটারিয়েটের কেবিনেট কক্ষে ডা: মালিকের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রীরা যুদ্ধকালীন কৃচ্ছতা ও দেশপ্রেম দেখাতে তাদের বেতন ৫ থেকে ১০ ভাগ কমানোর সিদ্ধান্ত নেন।

শান্তি কমিটি দিলকুশা ইউনিয়ন শাখা কার্জন হলে মন্ত্রীদের সম্বর্ধনা দেয়। গোলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শামসুল হক বলেন, ভারতের দুরভিসন্ধি ফাঁস হয়ে যাবে ভেবেই তারা জাতিসংঘ, রেডক্রস, সাংবাদিক এবং মানবতাবাদীদের দেশে ঢুকতে দিচ্ছে না।

তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/অ/সেপ্টেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test