E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজৈরে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শোনালেন মুক্তিযোদ্ধারা 

২০২৪ মার্চ ১১ ১৫:৪৫:৫৬
রাজৈরে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শোনালেন মুক্তিযোদ্ধারা 

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে নুতন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা গল্প শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকালে রাজৈর আসমত আলী খান মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা গল্প শোনানো হয়।

রাজৈর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প।

অনুষ্ঠানের মধ্যে, বীরত্বগাথা গল্প শুনানো, আলোচনা অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

নতুন প্রজন্ম শিক্ষার্থীদের মাঝে রাজৈর উপজেলার ৩ জন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন মুক্তিযুদ্ধের বীরত্বগাথা গল্প শোনান ও উল্লেখিত গল্পের উপর শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা।

মুক্তিযোদ্ধারা হলেন, যুদ্ধকালীন কমান্ডার, আ: মীর কায়ুউম, সাবেক রাজৈর উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার, সেকেন্দার আলী সেখ, সাবেক রাজৈর উপজেলা ডিপুটি মুক্তিযুদ্ধ কমান্ডার, হাফিজুর রহমান খালাসী।

আলোচনা সভায় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা এর সভাপতিত্বে ও রাজৈর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুব হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মাদারীপুর - ২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প এর পরিচালক,ড. মোঃ নুরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক, মাদারীপুর,মোসা: তানিয়া ফেরদৌস, রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান, সেলিনা মস্তোফা, রাজৈর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ, রাজৈর উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

(বিডি/এসপি/মার্চ ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test