E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশাল পাক হানাদার মুক্ত দিবস সোমবার

২০১৪ ডিসেম্বর ০৭ ১৬:৪১:৫২
বরিশাল পাক হানাদার মুক্ত দিবস সোমবার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সোমবার ৮ ডিসেম্বর বরিশাল নগরীকে পাকহানাদার মুক্ত করে বিজয় পতাকা উড়িয়েছিলো বাংলার অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা। বিজয়ের উল্লাসে সেদিন মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে নগরীর আকাশ-বাতাস মুখরিত হয়ে উঠেছিলো।

সূত্র মতে, ১৯৭১ সালের ১৭ এপ্রিল পাক বাহিনী আকাশ পথে বরিশালে হামলা চালায়। জল, স্থল ও আকাশ পথে ২৭ এপ্রিল দ্বিতীয় দফা হামলা চালানো হয়। বরিশাল শত্রু কবলিত হওয়ার আগেই সরকারি বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছিলো স্বাধীন বাংলা সরকারের অস্থায়ী সচিবালয়। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে নিয়ে এ সচিবালয় গঠিত হয়েছিলো।

এখান থেকেই দেশের বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও অর্থ সরবরাহ করা হতো। মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে ভারতে প্রশিক্ষন নিতে পাঠানোর কাজও হতো এ সচিবালায় থেকে। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ৮ ডিসেম্বর দুপুরে পাক সেনারা গানবোট, লঞ্চ, স্টীমারে বরিশাল থেকে গোপনে পালিয়ে যেতে শুরু করে।

একপর্যায়ে ওইদিন বিকেল তিনটার দিকে সুলতান মাষ্টার ও আব্দুল মান্নানের নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধাদের একটি দল পুরো শহরের নিয়ন্ত্রণ গ্রহন করে স্বাধীনতার বিজয় পতাকা উড়িয়েছিলেন।

(টিবি/এএস/ডিসেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test