E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ গোপালপুর হানাদার মুক্ত দিবস

২০১৪ ডিসেম্বর ১০ ১৪:৪০:৫৪
আজ গোপালপুর হানাদার মুক্ত দিবস

টাঙ্গাইল প্রতিনিধি : একাত্তর সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানী হানাদার বাহিনী টাঙ্গাইলের গোপালপুর উপজেলা দখল করে নেয়। শুরু হয় গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট। সব চেয়ে বড় গণহত্যা অনুষ্ঠিত হয় হাদিরা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে। পাকিস্তানী হানাদার বাহিনীর মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন বেঙ্গল বাহিনীর বাধা পেয়ে পৈশাচিকতায় উল্লসিত হয়ে ঐ নারকীয় ঘটনা ঘটায়। তারা এক সঙ্গে ১৯জনকে হত্যা করে। আগস্ট মাসে আঙ্গুর, হাবিব ও আরজু কোম্পানির মুক্তিযোদ্ধারা ভারত থেকে প্রশিক্ষণ শেষে হুমায়ুন বেঙ্গলের সঙ্গে যোগ দিলে মুক্তিযোদ্ধারা হানাদারদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে।

১০ ডিসেম্বর বিকাল ৩টায় ভারতীয় তিনটি মিগ-২১ গোপালপুর থানার হানাদার ক্যাম্পের উপর ট্রাম্পিং শুরু করে। একই সাথে মুক্তিযোদ্ধাদের আক্রমন শুরু হয়। উপায় না দেখে রাতের আধাঁরে হানাদার বাহিনী পালিয়ে যায়। রাতেই মুক্তিযোদ্ধারা জয় বাংলা শ্লোগানে থানা দখল করে নেয়। মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা জানান, দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

(আরপি/এএস/ডিসেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test