E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা জিতু স্যারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

২০১৫ মে ১৩ ২২:০৪:৩৫
কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা জিতু স্যারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান জিতু স্যার (৬০) ইন্তেকাল করেছেন। তিনি আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের মৃত ইয়াদ আলী মন্ডলের ছেলে।

মঙ্গলবার রাত ১১টায় ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ১০ মে নিজ বাড়িতে স্টোক করলে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য পরদিন তাকে আগারগাঁওস্থ এনআইএনএস হাসপাতালে স্থানান্তর করা হয়। ১২ মে তাকে ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুক্তিযোদ্ধা জিতু স্যারে’র মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার সকালে মরহুমের খয়েরপুরস্থ বাড়ীতে ৭১’র রণাঙ্গনের সাথী, কর্ম জীবনের সহকর্মী, ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজনসহ শোকাহত হাজারো মানুষ ভীড় জমায়।

বিকেলে নিজ বাড়ীর আঙ্গিনায় কুষ্টিয়া পুলিশ লাইনস’র এএসআই আব্দুস সোবাহানের নেতৃত্বে একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন। এ সময়ে রাষ্ট্রপক্ষের উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার নজরুল করিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সহকারী ইউনিট কমান্ডার আফতাব উদ্দিন খান মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময়ে মিরপুর থানার পুলিশ পরিদর্শদক (তদন্ত) আকতারুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামন্ডার এনামুল হক বিশ্বাস, সহকারী কমান্ডার আমজাদ হোসেন, মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আব্দুল্লাহ-আল-মতিন লোটাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ সময়ে দাফন কাজ সম্পন্নের জন্য তাৎক্ষনিক উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ ফান্ড থেকে ৭ হাজার টাকা মরহুমের পরিবারের হাতে তুলে দেয়া হয়।

এদিকে মুক্তিযোদ্ধা জিতু স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য কাঞ্চন কুমার, আমলা প্রেসক্লাবের উপদেষ্টা প্রভাষক হামিদুল ইসলাম, সভাপতি সালিম খান, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন হোসেন, ইসমাইল হোসেন বাপ্পি, প্রেসক্লাবের সদস্য রুহুল আমিন, আবুল কালাম আজাদ, আর. এ নান্নু, হোসাইন মোহাম্মদ সাগর, জাহিদ হাসান, জিয়াউল হক প্রমুখ।

(কেকে/পিএস/মে ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test