E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিতাসে মুক্তিযোদ্ধা পরিবারের নিকট চাঁদা দাবি 

২০১৫ জুন ২৯ ২১:২০:০২
তিতাসে মুক্তিযোদ্ধা পরিবারের নিকট চাঁদা দাবি 

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার তিতাসে মুক্তিযোদ্ধার পরিবারের নিকট চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা করেছে মুক্তিযোদ্ধা পরিবার।

রবিবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামের আবুল হোসেন গংদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

সরজমিনে গিয়ে এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ জুন সোমবার উপজেলার নাগের চর গ্রামের উত্তর পাড়ার অমূল্য চন্দ্রের ছেলে শুকু চন্দ্রের জমিতে মাটি ভরাটের জন্য ড্রেজার বসায় একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান জিএম মোশারফ হোসেনের ছেলে মোঃ আনিসুর রহমান জুয়েল। ওই ড্রেজার চালাতে হলে আবুল হোসেন গংদের ১ লক্ষ টাকা চাঁদা দিতে হবে জানানো হয়।

কিন্তু চাঁদাবাজদের দাবীকৃত চাঁদা না দেয়ায় গত ২৬ জুন বালু ভরাটে ব্যবহৃত পাইপ কেটে ও ভেঙ্গে ফেলে ক্ষতি সাধন করা হয় এবং ড্রেজার না চালানোর জন্য হুমকি প্রদান করে আবুল হোসেন গং। এই ঘটনায় আনিসুর রহমান জুয়েল বাদি হয়ে তিতাস থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে এই ঘটনা জানাজানি হলে প্রতিপক্ষ আবুল হোসেন গংরা একই গ্রামের আনিছুর রহমান সাইফুল এর জমিতে মাটি ফেলার ড্রেজারের পাইপ প্রকাশ্যে ভেঙ্গে ফেলে পাল্টা মামলা দায়েরের পায়তারা চালাচ্ছে বলেও সরজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।

বীর মুক্তিযোদ্ধা জিএম মোশারফ হোসেন জানান, আমার পরিবারের কাছে ফেরারী আসামীরা চাঁদা দাবী করবে- এর চেয়ে কষ্টের বিষয় আর কি হতে পারে। আবার আমাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য তারা প্রকাশ্যে তাদের নিজের ড্রেজার পাইপ ভেঙ্গে হুমকি দেয়। আমরা আইনের প্রতি বিশ্বাসী হয়ে থানায় মামলা দায়ের করেছি। আইন তাদের বিচার করবে।

আবুল হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিয়ে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে ড্রেজার চালক ইউসুফ জানায়, জুয়েলের ড্রেজারের পাইপ কে বা কারা ভেঙ্গেছে, সে জন্য সে তার লোকজন দিয়ে আমাদের ড্রেজারের পাইপ ভেঙ্গেছে।

প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, আবুল হোসেনের সমর্থিত ২ জন এসে প্রকাশ্যে পাইপ ভেঙ্গে চলে যায়। এ সময় তারা বাঁধা দিলে তাদেরকে চুপ থাকার হুমকি দিয়ে ওরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

তিতাস থানা অফিসার ইনর্চাজ মোঃ মনিরুল ইসলাম জানান, আমার মুক্তিযোদ্ধা পরিবারের নিকট চাঁদা দাবির অভিযোগ পেয়েছি। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে সূত্রে জানা যায়।

(ওএফএম/পিএস/জুন ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test