E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্ষুব্ধ মুক্তিযোদ্ধার আত্মহত্যা : দায় অস্বীকার সচিবের

২০১৫ জুলাই ০৮ ২০:৪৪:০২
ক্ষুব্ধ মুক্তিযোদ্ধার আত্মহত্যা : দায় অস্বীকার সচিবের

স্টাফ রিপোর্টার : রাজধানীর তোপখানা রোডের একটি হোটেলে চট্টগ্রামের সাতকানিয়ার আইয়ুব খান (৬২) নামে এক মুক্তিযোদ্ধার আত্মহত্যার ঘটনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন না দেওয়া এবং সচিব তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ঘটনায় মুক্তিযোদ্ধা আইয়ুব খান ক্ষোভে আত্মহত্যা করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ সঠিক নয় জানিয়ে বুধবার গণমাধ্যমে বিবৃতি দেন সচিব এম এ হান্নান।

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম (দক্ষিণ) ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে যে বিষয়টি বলা হয়েছে তাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের এখতিয়ারাধীন। তাছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সকল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সবসময় উন্মুক্ত থাকে। এখানে প্রবেশের জন্য কোনো পাসের প্রয়োজন হয় না। মাননীয় মন্ত্রী ও আমার সাথে প্রতিদিন অন্তত কয়েক শ’ মুক্তিযোদ্ধা/সেবাপ্রার্থী সাক্ষাৎ করে থাকেন। এমন ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে সংক্ষুব্ধ ব্যক্তি মন্ত্রী মহোদয় অথবা এখানে আগত তার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের বা মন্ত্রণালয় সংলগ্ন জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিক বন্ধুদের অবহিত করতে পারতেন।’

এম এ হান্নান বলেন, ‘‘তাছাড়া বর্ণিত কাজটি যেহেতু এ মন্ত্রণালয়ের কর্মপরিধির মধ্যে পড়ে না বা এটি ব্যক্তি বিশেষের কোনো কাজও নয় সেহেতু এই কাজে সচিবের বাসায় যাওয়া কোনো মতেই বিশ্বাসযোগ্য ঘটনা নয়। তাছাড়া তিনি আমার পূর্বপরিচিত নন এবং তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়ও নেই এবং সে কারণে ব্যক্তিগত আক্রোশ থাকারও প্রশ্ন ওঠে না।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে এ মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে। এ নিয়ে কারও কারও মনে ক্ষোভ থাকতে পারে কিন্তু মন্ত্রণালয় সংশ্লিষ্ট নয় এমন বিষয় নিয়ে কেউ যদি সংক্ষুব্ধ হয়ে থাকেন সেটি অত্যন্ত দুঃখজনক।’

উল্লেখ্য, আইয়ুব খান মঙ্গলবার তোপখানা রোডের কর্ণফুলী হোটেলে ২০৪ নম্বর কক্ষে কীটনাশক পানে আত্মহত্যা করেন বলে জানায় শাহবাগ থানা পুলিশ। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে রেখে যান। এতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবকে অভিযুক্ত করা হয়।

তিনি লিখেন ‘গলা ধাক্কা দিয়ে অপমান করে বের করে দেওয়ায় আমি আত্মহত্যা করলাম।’

(ওএস/পিএস/জুলাই ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test