E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুর উপজেলার রাজাকার আল-বদরদের তালিকা প্রকাশ

২০১৫ সেপ্টেম্বর ১২ ২০:২৭:৪২
দুর্গাপুর উপজেলার রাজাকার আল-বদরদের তালিকা প্রকাশ

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : স্বাধীনতার ৪৪বছর পর স্বাধীনতা যুদ্ধে, নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলার রাজাকার আলবদরদের তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকা প্রস্তুতের দায়িত্বে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আলহাজ্ব রুহুল আমিন চুন্নু, অফিসার ইন-চার্জ দুর্গাপুর থানা মোঃ রেজাউল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত হওয়া গেছে।

দুর্গাপুর উপজেলায় ৫২ জন রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে। এরা হলো ধানশিরা গ্রামের ডেন্ডু মড়লের পুত্র আঃ মজিদ, চলিতাপাড়া গ্রামের আয়েত আলীর পুত্র জমির আলী, জামির আলী, কাকড়াকান্দা গ্রামের আমরুজ আলীর পুত্র আঃ বারী(সবুজ), মাইজপাড়া নজর আলীর পুত্র আঃ মজিদ, নোয়াগাঁও নবী হোসেন এর পুত্র খলিলুর রহমান, আজিজুর রহমান, নাগেরগাতী তোরাব আলীর পুত্র আসক আলী, ফুলপুর রহমানের পুত্র রমজান আলী, বিশ্বনাথপুর ছমেদ আলীর পুত্র মোতালেব, কাকড়াকান্দা কেনা আলীর পুত্র নজর আলী, শশারপাড় নাজির শেকের পুত্র রমজান আলী, কাকড়াকান্দা আমান আলীর পুত্র ছাত্তার, নিশ্চিন্তপুর জবেদ আলীর পুত্র শামছুদ্দিন, নালিয়াকান্দা শের উদ্দিন এর পুত্র রহমত আলী, মাইজপাড়া গান্দা বুড়া এর পুত্র সাদির আলী, মাইজপাড়া ইব্রাহীম এর পুত্র শুকুর আলী, চরপাড়া আবেদ আলীর পুত্র জসিম উদ্দিন ও কাজিম উদ্দিন, আমুরা শহর আলীর পুত্র আবেদ আলী, গুজিরকোনা উমেদ আলীর পুত্র রব্বানী, আমুরা মফিল এর পুত্র শমশের আলী ও কাছম আলী,বহেড়াতলী দিলাল খান এর পুত্র জলিল খান, মাসকান্দা কুতুব উদ্দিন এর পুত্র সিহাব উদ্দিন, নলুয়াপাড়া জমির উদ্দিন ফকির এর পুত্র নুরু ফকির, নলুয়াপাড়া সুমেশ মুন্সীর পুত্র ইব্রাহিম, বানিয়াপাড়া হাছেন আলীর পুত্র আবুল বাশার, চন্ডিগড় ফতে আলীর পুত্র কুতুব উদ্দিন, গোয়ালীয়াকান্দা হোসেন আলীর পুত্র আঃ রেজ্জাক, চন্ডিগড় চান্দু আলীর পুত্র হোসেন আলী, কাপাসাটিয়া মিয়া বক্স মুন্সির পুত্র কাছম আলী ও রহম আলী, ইব্রাহীম এর পুত্র মমিন উদ্দিন মাল, রহিম উদ্দিনের পুত্র রুস্তম শেখ, মিয়ার বক্স এর পুত্র ছোট্ট্র মিয়া(ছমেদ), শিরবির করিম বক্স এর পুত্র জসমত আলী, বালিকান্দি নবী হোসেন এর পুত্র রহমান, আবাল হোসেন এর পুত্র হাতিম আলী, বেসু সরকারের পুত্র হামেদ আলী, আঃ করিম এর পুত্র রহমত আলী, মামুদ আলীর পুত্র কালাচান, আসর আলীর পুত্র একিন আলী, আব্দুল ফকিরের পুত্র ইমান আলী ফকির, হুরমত মন্ডলের পুত্র আমিনুল সরকার, কিতাব আলী ফকিরের পুত্র হাছেন আলী ফকির, শিরবির গাদু মড়লের পুত্র মতিউর রহমান, পিপুলনারী মামুদ আলী মুন্সীর পুত্র আঃ রহমান ও আবুল হাসেম, আলমপুর জয়ধর মড়লের পুত্র আঃ খালেক, খালেকের পুত্র আঃ ছালাম, ভাদুয়া আব্বাস মুন্সীর পুত্র আঃ জলিল(প্রাক্তন চেয়ারম্যান)।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আলহাজ্ব রুহুল আমিন চুন্নু জানান এদের মধ্যে অনেকেই বেঁচে নেই তবে যারা জীবিত আছে এবং প্রত্যক্ষ ভূমিকা রেখেছে এদেরকে আইনের আওতায় এনে বিচার করা উচিত তবেই দেশ কলঙ্কমুক্ত হবে।

(এনএস/অ/সেপ্টেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test