E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালী মুক্ত দিবস আজ

২০১৫ ডিসেম্বর ০৭ ১৩:২৮:২১
নোয়াখালী মুক্ত দিবস আজ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে নোয়াখালী পাক হানাদার ও রাজাকার মুক্ত হয়। দিবসটি পালন উপলক্ষে নোয়াখালী মুক্ত স্কয়ারে (পিটিআই সংলগ্ন) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে নোয়াখালী মুক্ত দিবস উদযাপন পরিষদ।

বেলা ২ টায় শোভাযাত্রা, আড়াইটায় শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, ৩টায় জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতির বেদীতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৩টায় আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নোয়াখালী মুক্ত দিবস উদযাপন পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা মোজম্মেল হোসেন মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, আলোচনায় অংশ নেবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সাবেক সাংসদ ফজলে এলাহী, নোয়াখালী বারের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, নোয়াখালী মুক্ত দিবস উদযাপন পরিষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা মিয়া মো: শাহজাহান।

(জেএইচবি/এইচআর/ডিসেম্বর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test