E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তাগাছা ও ময়মনসিংহ হানাদার মুক্ত দিবস পালিত

২০১৫ ডিসেম্বর ১১ ১৫:৪১:০০
মুক্তাগাছা ও ময়মনসিংহ হানাদার মুক্ত দিবস পালিত

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর  মধ্যে দিয়ে  বৃহষ্পতিবার মুক্তাগাছা ও ময়মনসিংহ হানাদার মুক্ত দিবস পালন করা হয় ।

ময়মনসিংহ শহরের ছোটবাজার প্রাঙ্গন থেকে জাতীয় পতাকা উত্তোলন ও র‌্যালীর মধ্যে দিয়ে ময়মনসিংহে মুক্ত দিবস পালিত হয়। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার মুক্ত হয়েছিলো ময়মনসিংহ।

১০ডিসেম্বর সার্কিট হাউজ মাঠে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন বর্তমান ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো: মতিউর রহমান। মিত্র বাহিনীর কমান্ডার বাবাজির নেতৃত্বে শহরে প্রবেশ করে মুক্তিযোদ্ধারা ময়মনসিংহ থেকে হানাদার মুক্ত করেন।

১০ ডিসেম্বর ময়মনসিংহবাসীর জীবনে একটি অবিস্মরনীয় দিন হয়ে উঠে। অদ্য ছোটবাজার প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। অন্যান্যদের মাঝে এ সময় উপস্থিত ছিলেন ফকরুল ইমাম এমপি, সালাউদ্দিন মুুক্তি এমপি, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, বিভিন্ন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, পেশাজীবি, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোটবাজার মুক্তমঞ্চ এসে শেষ হয়।

মুক্তাগাছায় হানাদার মুক্ত দিবস পালিত
ময়মনসিংহের মুক্তাগাছা হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে । বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে আয়মান নদী তীরে বদ্ধভূমি ও পৌরসভা কার্যালয়ের সামনে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় । দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পৌরপাঠাগার মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম ।বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লা , উপজেলা পরিষদের চেয়ারম্যান এএসএম জাকারিয়া হারুন, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ,আঞ্চলিক সমবায় ইন্সস্টিটিউটের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আফম ইয়াহিয়া খান,ইউএনও ড. উম্মে আফছারী জহুরা ,রেজাউল করিম জিন্নাহ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর প্রবল আক্রমণে পরাজিত পাকবাহিনী মুক্তাগাছা ছেড়ে পালিয়ে যায়।

(এমডি/এএস/ডিসেম্বর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test