E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নানা কর্মসূচির মধ্যদিয়ে নড়াইল মুক্ত দিবস পালিত

২০১৫ ডিসেম্বর ১১ ১৬:২৫:৫৩
নানা কর্মসূচির মধ্যদিয়ে নড়াইল মুক্ত দিবস পালিত

নড়াইল প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে  জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলণের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, জজকোর্ট সংলগ্ন বধ্যভূমি স্মৃতিস্তম্ভ ও রূপগঞ্জ ওয়াপদায় গণকবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় নড়াইল জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকে সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাছিমা খাতুন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম কবির, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএম ফজলুর রহমান জিন্নাহ, উজির আহম্মেদ খান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এসএ বাকিসহ মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রূপগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

(টিএআর/এএস/ডিসেম্বর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test