E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নান্দাইল মুক্ত দিবস পালিত

২০১৫ ডিসেম্বর ১২ ১৪:২১:২৩
নান্দাইল মুক্ত দিবস পালিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ১১ ডিসেম্বর নান্দাইল মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ওই দিন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নান্দাইল উপজেলা কমাণ্ড ও উত্তরাধিকার নান্দাইল ’৭১ ও নান্দাইল সামাজিক উদ্যোগ (নাসাউ) স্মৃতি সৌধ চত্বরে ‘মোমবাতি প্রজ্জ্বলন’,  সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে।

১৯৭১ খ্রিস্টাব্দের ১০ ডিসেম্বর রাতে মুজিব বাহিনীর সদস্য ন. ম. ম. ফারুকের নেতৃত্বে ওসমান, কাইয়ূম, নুরুল ইসলাম, ফজলু ও সাহেদ আলীসহ স্বাধীনতাকামী ছাত্র-জনতা নান্দাইল থানার উত্তর দিক খোলা রেখে বাকি তিন দিক থেকে ঘিরে ফেলে।

আত্মসমর্পণ না করলে মুক্তিযোদ্ধারা ঝটিকা আক্রমণ করবে এমন ঘোষণা করলে রাজাকার ও আলবদরের একটি দল চন্ডীপাশা হয়ে আঠারবাড়ির দিকে পালিয়ে যায়। সে সময় সুবেদার তাহেরের নেতৃত্বে পুলিশ বাহিনীর ১০/১২ জন সদস্য ও শান্তিবাহিনীর কয়েকজন আত্মসমর্পণ করে।

মুজিব বাহিনী ও মুক্তিকামী ছাত্র-জনতা রাত আনুমানিক ২ টার দিকে প্রথম থানায় পদার্পণ করে স্বাধীন বাংলাদেশের মানচিত্র সম্বলিত লাল সবুজ পতাকা উত্তোলন করে। তাই দিনটি গণ্য করা হয় ১১ ডিসেম্বর। ভোর হতে না হতেই এ খবর ছড়িয়ে পড়লে নান্দাইলের সর্বত্র ‘জয় বাংলা’ শ্লোগানে মুখরিত হয় সর্বত্র নামে জনতার ঢল। মুক্ত হয় নান্দাইল থানা।

(এপি/এইচআর/ডিসেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test