E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নুতন প্রজন্মকে ইতিহাস জানানোর উদ্যোগ

গল্পে গল্পে মুক্তি যুদ্ধ বলা

২০১৫ ডিসেম্বর ১৮ ২১:০৬:৫৮
গল্পে গল্পে মুক্তি যুদ্ধ বলা

পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি :পাথরঘাটায় নতুন প্রজন্মকে গল্পে গল্পে শোনালেন মুক্তিযুদ্ধের রনাঙ্গনের নানা সফলতা,দুঃখ কষ্টের ও স্বজন হারানোর কথা। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সামনে উপস্থিত ছিলেন তিন বীর মুক্তিযোদ্ধা।

ব্যাতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে পাথরঘাটা প্রেসক্লাব। গত ১৬ ডিসেম্বর পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার , মুক্তিযোদ্ধা কমান্ডার ,সাংবাদিক ও ছয়টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

পয়তাল্লিশতম বিজয় দিবসকে স্মরনীয় করে রাখার উদ্দেশ্যে পাথরঘাটা প্রেসক্লাব আয়োজন করে ব্যতিক্রমী গল্পে গল্পে মুক্তি যুদ্ধের ইতিহাস বলার অনুষ্ঠান। তিন জন স্থানীয় মুক্তিযোদ্ধা তাদের রণাঙ্গনের বাস্তব ঘটনাবলী তুলে ধরেন।

মুক্তিযোদ্ধরা গল্পে গল্পে বলেছেন সম্মুখ যুদ্ধ, পাকবাহিনীর প্রতিরোধ, খন্ডযুদ্ধ,দখলমুক্তকরণ,ভয়, কষ্ট ও স্বজন ও সহযোদ্ধা হারানোর সত্যি কাহিনী। শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয় সমূহের ছাত্র ছাত্রীরা মনমুগ্ধহয়ে শোনেন।

‘নতুন প্রজন্ম জানুক মুক্তিযুদ্ধের ইতিহাস’ শ্লোগানকে সামনে নিয়ে অনুষ্ঠান আয়োজন করে পাথরঘাটা প্রেসক্লাব। গল্প শোনালেন পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কামান্ডার এএফএম হাবিবুর রহমান মৃধা, মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া ও মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ। অনুষ্ঠান সঞ্চালন করেন পাথরঘাটা প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও প্রথমআলো প্রতিনিধি আমিন সোহেল। পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা-ঝালকাঠি সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী। বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন ও উপজেলা নিবার্হী অফিসার মো. সাখাওয়াত হোসেন সরকার, মুক্তিযোদ্ধা সংসদের পাথরঘাটা উপজেলা কমান্ডার মো. আবদুল মন্নান হাওলাদার ও ডেপুটি কমান্ডার এমএ খালেক।

বক্তরা অনুষ্ঠানকে ব্যতিক্রমী আয়োজন বলে উল্লেখ করেন। এমন উদ্যোগ আরো বড় আকারে সরকারের পৃষ্ঠপোষকতায় করার উচিত বলে জানালেন। সারাদেশে এমন অনুষ্ঠান করা হলে রণাঙ্গনের এমন অনেক খন্ড খন্ড ইতিহাস জানতে পারবে নতুন প্রজন্মের শিশু ও তরুনরা, রক্ষা হবে বিস্মৃতি থেকে । প্রধান অতিথী সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী প্রেস ক্লাবের এ আয়োজনকে উৎসাহ ব্যঞ্জক বলে প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলা গল্প থেকে প্রশ্ন করা হলে সঠিক উত্তর দাতা ৩৩জনকে শিক্ষা উপকরণ অভিধান দিয়ে পুরস্কৃত করা হয়।

(এসআরডি/এস/ডিসেম্বর১৮,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test