E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে’

২০১৬ জানুয়ারি ২৯ ১৭:৫০:৩৯
‘বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে’

শরীয়তপুর প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন যারা রাজনীতির নামে মানুষ হত্যা করছে, জীবন্ত মানুষ পুড়িয়ে মারছে ওই ধর্মান্ধ অন্ধকারের শক্তিকে পরাহত, পরাভূত করতে হলে শুধু রাজনীতি দিয়ে হবেনা, আলোকিত মানুষ লাগবে।

আলোকিত মানুষ তৈরি করতে হলে জ্ঞানী হতে হবে শিক্ষিত হতে হবে। প্রকৃত অর্থে শিক্ষার্থী হতে হবে ,পরীক্ষার্থী হলে চলবেনা। তাদের অতুল প্রসাদ সেন এর মত মানুষদের সম্পর্কে জানতে হবে, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে।

তিনি শুক্রবার দুপুরে ১টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পঞ্চপল্লী গুরুরাম উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, আইনজ্ঞ এবং বিক্ষাত দেশাত্ববোধন সঙ্গীত “ মোদের গরব মোদের আশা , আম-মরি বাংলা ভাষা” এই গানের রচয়িতা অতুল প্রসাদ সেন এর জন্ম ভূমিতে তার ম্যুরাল স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক রাম চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পীকার কর্ণেল অব শওকত আলী এমপি, নাহিম রাজ্জাক এমপি, তথ্য প্রযুক্তি ও সংস্কৃতিক মন্ত্রনালয়ের সচীব শ্যাম সুন্দর শিকদার, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের অতিরিক্ত এ্যাটর্নী জেনারেল অধ্যক্ষ সুলতান মাহমুদ সীমন, জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ রব মুন্সি প্রমুখ। মন্ত্রী অতুল প্রসাদের নিজ এলাকায় ৩ দিন ব্যাপী এক অতুল মেলারও উদ্বোধন করেন। এরপরে মন্ত্রী বিকেলে ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবর্নী জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন।

মন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, অন্ধকারের শক্তি বার বার আমাদের উপর আঘাত হানছে, এরা ধর্মান্ধ শক্তি, সাম্প্রদায়িক শক্তি। এ সকল অপশক্তিকে পরাজিত করতে হলে আমাদের ছেলে মেয়েদের মানুষের মত মানুষ করতে হবে। তাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে। তিনি বলেন, অতূল প্রসাদের এই পূন্য ভূমিতে দাড়িয়ে আমি বার বার বলি, শুধু ম্যুরাল স্থাপন করলেই হবে না, অতূল প্রসাদকে জানতে হবে, রবীন্দ্র নাথকে জানতে হবে, কাজী নজরুলকে জানতে হবে, মামসুর রাহমান-সৈয়দ শামসুল হককে জানতে হবে, এদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে, তাহলেই আমরা সত্যিকার অর্থে বাংলাদেশ গড়ে তুলতে পারবো। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। যে স্বপ্ন আমাদের নেত্রী শেখ হাসিনা দেখছেন এবং তা বাস্তবায়নে দিন রাত কাজ করে চলেছেন।

উল্লেখ্য, মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ এ গানটি বাঙ্গলির ভাষা আন্দোলনের ইতিহাসের সাথে মিশে আছে। এ কালজয়ী গানের সুরকার ও গীতিকার অতুল প্রসাদ সেন ১৮৭১ সালের ২০ অক্টোবর শরীয়তপুরের নড়িয়া উপজেলার মগর গ্রামে জন্ম গ্রহন করেন। আর ১৯৩৪ সালের ২৬ আগষ্ট পরলোক গমন করেন। অতুল প্রসাদ সেনের পিতৃ নিবাস এর কাছে ১৯২৭ সালে মগর এলাকায় তার জ্যাঠা (বাবার বড় ভাই) গুরু প্রসাদ সেন ও বাবা রাম প্রসাদ সেনের নামে তিনি “পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

নড়িয়া উপজেলার মগর গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক সুভাষ লোধ রায় বলেন,অতুল প্রসাদ সেনের অমর সৃষ্টি ‘মোদের গরব মোদের আশা,আ মরি বাংলা ভাষা’এ গানটি প্রতিটি বাঙ্গালির অস্তিত্বের সাথে মিশে আছে। মহান এ শিল্পীর কোন স্মৃতি এত দিন সংরক্ষনের উদ্যোগ নেয়া হয়নি। তার ম্যুরাল স্থাপনের মাধ্যমে নতুন প্রজন্ম অতুল প্রসাদ সেনকে আরো বেশি করে জানতে পারবে। সরকারি উদ্যোগে তার জন্ম বার্ষিকী পালন করা হউক এটা আমাদের প্রানের দাবি।

(কেএনআই/এএস/জানুয়ারি ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test