E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৩ মে নড়াইলের ইতনা গণহত্যা দিবস

২০১৬ মে ২৩ ১৩:৩৫:২৬
২৩ মে নড়াইলের ইতনা গণহত্যা দিবস

নড়াইল প্রতিনিধি:নড়াইলের ইতনা গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের ২৩ মে ইতনা গ্রামের ৩৯ জন মুক্তিকামী মানুষকে গুলি চালিয়ে হত্যা করে পাকহানাদারবাহিনী। বাড়িঘর লন্ডভন্ড করে আগুন জ্বালিয়ে দেয়।

নড়াইলে মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি স্মরণীয় দিন হলেও সরকারি উদ্যোগে ইতনা গ্রামে কোনো স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি। নিহতের পরিবারগুলোও সাহায্য সহযোগিতা পাননি।

কিছু বুঝে ওঠার আগেই ১৯৭১ সালের এইদিনে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের মুক্তিকামী নিরীহ মানুষের ওপর ঝাপিয়ে পড়ে পাকহানাদারবাহিনী। গুলি করে মুহূর্তেই ৩৯জন গ্রামবাসীকে হত্যা করে। সেইদিনের স্মৃতিচারণ করতে গিয়ে নিহতদের স্বজনেরা বলেন, স্বাধীনতার ৪৫ বছর অতিবাহিত হলেও নিহতদের পরিবার শহীদের স্বীকৃতি পায়নি। হত্যাযজ্ঞের ইতিহাস বইপুস্তকে স্থান পেলেও সরকারি উদ্যোগে ইতনা গ্রামে কোনো স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি। এমনকি কবরগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি।

লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক বলেন, ১৯৭১ সালের ২৩ মে ইতনা গ্রামের এই নারকীয় হত্যাকান্ডে যারা শহীদ হয়েছেন তাঁদেরকে যথাযথ মর্যাদা দিয়ে সরকার অসহায় পরিবারগুলোকে সহযোগীতা করলে আমরা কৃতার্থ হবো।
নিহতের পরিবারগুলোও সাহায্য সহযোগিতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

(টিএআর/এস/মে২৩,২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test