E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হীরক রাজার যন্তর-মন্তর কল ও আমাদের গণতন্ত্র চর্চা

২০১৭ নভেম্বর ৩০ ১৯:১৭:১৬
হীরক রাজার যন্তর-মন্তর কল ও আমাদের গণতন্ত্র চর্চা

প্রবীর সিকদার


কথায় কথায় সেনাবাহিনীর ওপর নির্ভরতা আমাদের গণতান্ত্রিক বিকাশ ধ্বংস করে দেয়। দুই দুই বার স্বাধীনতা অর্জনের পর বছরের পর বছর সেনাশাসন আমাদের গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের চেষ্টা শুধু বাধাগ্রস্তই করেনি, আমাদের গণমানস পটকেও বিকৃত করেছে। আর এই বিকৃতির কারণেই আমরা কথায় কথায় সেনাশাসনের পক্ষে সাফাই গেয়ে বেড়াই।

গণতান্ত্রিক চর্চায় অনভ্যস্ততার কারণে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ত্রুটি দেখলেই আমরা সেনাশাসনামলের তথাকথিত কিছু ভালো কাজের দৃষ্টান্ত টেনে এনে গণতন্ত্র চর্চার পথকে কণ্টকাকীর্ণ করে তুলি। আমরা ভুলে যাই, গণতান্ত্রিক বিকাশ একদিনের বিষয় নয়। গণতন্ত্র যতো নিম্নমানেরই হোক, সেটাকে কোনও অবস্থাতেই বাধাগ্রস্ত করা যাবে না। গণতান্ত্রিক চর্চাকে বাধাহীনভাবে চলতে দিলেই শুধু নানা ভুলত্রুটি শুধরে আমরা একদিন দেশে সত্যিকারের গণতন্ত্রের স্বাদ পাবো। এমন উদাহরণ টানার জন্য দূরে কোথাও যাবার দরকার নেই। ভারত ও পাকিস্তানের দিকে তাকালেই যেকারো চোখে রাষ্ট্র ব্যবস্থাপনার পার্থক্য ধরা পড়বেই।

১৯৪৭ থেকে নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক চর্চা বহমান থাকায় ভারত আজ সারা দুনিয়ার কাছে একটি মডেলে পরিণত হয়েছে। বিশ্ববাসী এখন মনেও করে, শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোই শুধু নয়, জ্ঞান বিজ্ঞান চিকিৎসা ও উন্নয়নের সকল ক্ষেত্রেই ভারতের সাফল্যের ধারা একদিন আকাশ সমান উচ্চতায় পৌঁছাবেই। কিন্তু একই ভূখণ্ডের অংশ হওয়া সত্বেও পাকিস্তান কিংবা পূর্ব পাকিস্তান-পশিম পাকিস্তান কিংবা বাংলাদেশের দিকে তাকালেই দেখতে পাই, বছরের পর বছর সেনাশাসনে থাকায় এখানে গণতন্ত্র বিকাশ লাভ করেনি। আর সেই কারণেই এই দেশ দুটি ভারতের তুলনায় বহুগুণে পিছিয়ে রয়েছে। নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক চর্চার ভেতর দিয়েই মানুষ নিজেদের ভুল শুধরে নিতে নিতেই রাষ্ট্র ব্যবস্থাপনার অংশ হয়ে যায়। দেশ শাসনে সকল নাগরিকের অংশ গ্রহণ নিশ্চিত করা না গেলে কোনও বাহিনী কিংবা গুটিকয়েক নেতা দিয়ে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা অসম্ভব। সকল নাগরিককে দায়িত্ববান নাগরিকে রূপান্তরের একটাই পথ, সেটা হল, যেকোনো মূল্যে নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বাধাহীনভাবে চলতে দেওয়া। সকলকে মনে রাখতে হবে, গণতান্ত্রিক চেতনা সম্পন্ন সুনাগরিক গড়তে গণতন্ত্রের কোনই বিকল্প নেই। হীরক রাজার যন্তর-মন্তর কল দিয়ে রাজার ইচ্ছেমত লোকজন পয়দা করা যায়, কিন্তু গণতান্ত্রিক চেতনার মানুষ তৈরি করা যায় না।

(পিএস/অ/নভেম্বর ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test