E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতের ভোটার তালিকায় আর কতো অভারতীয় দুর্বৃত্তের নাম রয়েছে?

২০২০ এপ্রিল ১৯ ১২:০৬:১১
ভারতের ভোটার তালিকায় আর কতো অভারতীয় দুর্বৃত্তের নাম রয়েছে?

প্রবীর সিকদার



বাংলাদেশের মানুষ এখনো যেন ঠিক ঠিক মতো বিশ্বাস করতেই পারছেন না যে, বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদ ভারতের মতো একটি বন্ধুপ্রতিম দেশে দীর্ঘ সময় নিজেকে লুকিয়ে রাখতে পারেন! কিন্তু সত্যটা তো আর অস্বীকার করবার উপায় নেই! সেটি মেনে নিতেই হয়, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন মাজেদ ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা শহরেই ছিলেন টানা ২২ বছর! তিনি সেখানকার এক তরুণীকে বিয়ে করে কোলকাতার পার্কস্ট্রিটের বেডফোর্ড লেনের এক ভাড়া বাড়িতে পেতেছিলেন নতুন সংসার। সেই ঘরে তার ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। পাশের তালতলাতে ২৫ লাখ টাকায় কিনেছিলেন ফ্ল্যাট। কিন্তু সেই নতুন ফ্ল্যাটে ওঠার আগেই তাকে ঢাকায় ফাঁসির দড়িতে ঝুলতে হবে, সেটা আর কে জানতো!

কোলকাতায় টানা ২২ বছর কাটিয়েছেন বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদ। সবটাই নিজেকে ভিন্ন পরিচয়ে উপস্থাপন করে। সেখানে তার নাম ছিল আহমেদ আলি। সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তন ছাত্র পরিচয় দিয়ে তিনি পার্কস্ট্রিটে ইংরেজির প্রাইভেট শিক্ষক ছিলেন। টিউশনি করেই তিনি সংসার চালাতেন, এটাই সবাই জানতেন।

বঙ্গবন্ধুর খুনি মাজেদ সেখানে আহমেদ আলির ছদ্মাবরণে নিজেকে ভারতীয় হিসেবেই প্রতিষ্ঠা করেছিলেন! আহমেদ আলির নামে কী ছিল না তার! আধার কার্ড ভোটার আইডি কার্ড রেশন কার্ড, এমনকি ভারতীয় পাসপোর্টও! সেই সাথে কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের BPL Household তালিকায় ছিল তার নাম! BPL তালিকা তথা Below Proverty Line তালিকায় যাদের নাম থাকে, তারা দরিদ্র সীমার নিচে থাকা পরিবার; সেইসব পরিবার সরকারের কাছ থেকে পায় নানান আর্থিক সুবিধা! ভয়ঙ্কর বিস্ময়ের বিষয় হলো, খোদ ভারতীয়রা জরুরি যেসব কাগজপত্র ও সুবিধা পেতে হিমশিম খান, তিনি সেসবই করেছেন বাংলাদেশী খুনি হয়েও অবলীলায়! আহমেদ আলি তথা বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদের এসব সংগ্রহের বহর দেখে যে কেউ বলতে বাধ্য হবেন, খুনি মাজেদ তথা আহমেদ আলির পাশে এক কিংবা একাধিক শক্ত ও প্রভাবশালী কোনো ভারতীয় ব্যক্তি কিংবা চক্র অবশ্যই ছিল। কেননা, শক্ত ও প্রভাবশালী ভারতীয় ব্যক্তি কিংবা চক্রের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা ছাড়া এমন বিস্ময়কর সব অর্জন এক বাক্যে অসম্ভব! জটিল এই বিষয়টি নিয়ে না হয় ভারতীয়রাই ভেবে দেখুক, আমি এখন খুনি মাজেদের নতুন কিছু নিয়ে কথা বলি।

আমার হাতে ভারতীয় ভোটার তালিকায় খুনি মাজেদ তথা আহমেদ আলির নাম অন্তর্ভুক্তির একটি তথ্য এসেছে। হাতে এসেছে তার এলাকা তথা কোলকাতার বালিগঞ্জ বিধানসভা এলাকার ভোটার তালিকা। এই ভোটার তালিকাটিই পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে ব্যবহৃত হবে। ওই ভোটার তালিকাটি সর্বশেষ আপডেট হয়েছে ২৯ ফেব্রুয়ারি ২০২০। বালিগঞ্জ বিধানসভার ওই এলাকাটি অবশ্য লোকসভা নির্বাচনী এলাকা কোলকাতা দক্ষিনের অন্তর্ভুক্ত। বিধানসভার ১৬১ নম্বর আসন এলাকা হচ্ছে বালিগঞ্জ। বালিগঞ্জ বিধানসভা এলাকার ১০৩৪ নম্বর ভোটার সিরিয়ালে নাম রয়েছে বঙ্গবন্ধুর খুনি মাজেদ তথা হালের ভুয়া ভারতীয় নাগরিক আহমেদ আলির। তার বাড়ির নম্বর বেডফোর্ড লেনের ১২/এইচ/৩৪। বাবার নাম লেখা রয়েছে মো.আলি। বয়স ৭১। এই ভোটার তালিকা অনুযায়ী তার EPIC NO-FGH 2442895। এখানে একটি বিষয় লক্ষণীয়, বঙ্গবন্ধুর খুনি মাজেদ নিজের নাম পাল্টে আহমেদ আলি করলেও, পিতার নাম পাল্টাননি! তার পিতার নাম বাংলাদেশে মো.আলি এবং ভারতেও মো.আলি! ভোটার তালিকায় আগামী বিধানসভা নির্বাচনে আহমেদ আলি কোন ভোটকেন্দ্রে ভোট দিবেন, তার ঠিকানাও দেওয়া রয়েছে; সেই ঠিকানা হচ্ছে, ৪৭/৩ রিপন স্ট্রিট, কোলকাতা-৫৫।

দুর্ভাগ্য ভুয়া ভারতীয় নাগরিক আহমেদ আলির। তার আর আগামী বিধানসভা নির্বাচনে ভোট দেওয়া হলো না! তিনি ২২ ফেব্রুয়ারি ২০২০ কোলকাতা থেকে নিখোঁজ হন। ৭ এপ্রিল ২০২০ ঢাকায় গ্রেফতার হন বঙ্গবন্ধুর খুনি ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন মাজেদ হিসেবে। তারপর ১১ এপ্রিল দিবাগত মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দড়িতে ঝুলে সব নাটকের অবসান ঘটান!; সেই সাথে চিরদিনের মতো হারিয়ে যান কোলকাতার পার্কস্ট্রিটের বেডফোর্ড লেনের ইংরেজির মাস্টার মশাই আহমেদ আলি।

সবশেষে ভারতীয়দের উদ্দেশ্যে আমার বিনয়ী উচ্চারণ, ভারতের ভোটার তালিকায় আর কতো অভারতীয় দুর্বৃত্তের নাম রয়েছে?

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test