E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমরা 'নিরপেক্ষ' নই

২০১৪ ডিসেম্বর ১৪ ১৩:৪৯:৪৯
আমরা 'নিরপেক্ষ' নই

প্রবীর সিকদার : আমরা তথাকথিত নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। আমরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পক্ষে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ প্রশ্নে আমাদের কোনও আপস নেই। যারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা তাদেরও পক্ষে।

আমরা উত্তরাধিকার ৭১ মিডিয়া গ্রুপ, কাজ করছি দৈনিক বাংলা ৭১, অনলাইন পোর্টাল উত্তরাধিকার ৭১ নিউজ ও মুক্তিযুদ্ধ বিষয়ক ত্রৈমাসিক উত্তরাধিকার ৭১ নিয়ে। আমাদের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের চেতনায় শানিত একটি মিডিয়া হাউজ গড়ে তোলা। আমরা অংশ নেবো মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে। অনেকেই বলেন, কর্পোরেট পুঁজির কাছে যখন সাংবাদিকতা জিম্মি, তখন এই কাজে সফলতা অর্জন অসম্ভব। আমরা বলি, পরীক্ষা দেওয়ার আগেই 'ফেল' মেনে নিতে পারবো না। সফলতা অর্জনের জন্যই আমরা কাজ করছি। কাজটি করি তথা পরীক্ষাটি দেই, তারপর না হয় 'পাস' কিংবা 'ফেল' নিয়ে ভাবা যাবে।

নিরপেক্ষতা কাকে বলে ? সত্য আর মিথ্যার মাঝখানে থাকার নাম নিরপেক্ষতা ? আমরা সেটা মনে করি না। সত্য আর মিথ্যার মাঝখানে থাকাকে নিরপেক্ষতা বলে না, সেটার নাম ভণ্ডামি। আমরা ভণ্ড নই। আমরা বিশ্বাস করি, যারা সত্যের পক্ষে থাকেন আসলে তারাই নিরপেক্ষ। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শব্দ দুটি যদি সত্য হয় তাহলে আমরা অবশ্যই প্রকৃত নিরপেক্ষ। আমরা এই বিশ্বাস বুকে নিয়েই পথ চলছি। কোনও ব্যবসায়িক অপকৌশল আমাদের নেই। আমরা এটাও জানি, আমাদের এই পথচলা অনেক কঠিন। লাখো ধান্ধাবাজের ভিড়ে আমাদের এই দুর্বল কিন্তু সাহসী পথচলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা ঝুঁকির পথটাই বেছে নিলাম।

এক সময় সাংবাদিকদের পেটে ভাত ছিল না, কিন্তু কমিটমেন্ট ছিল। আর আজ ?

আমরা 'কমিটমেন্ট' নিয়েই এগিয়ে যাবো। আমরা নিশ্চিত, জয় হয় সত্যের; বিজয় আমাদের অনিবার্য। কঠিন এই সত্যের পথে আমরা একদিন সবই পাবো, পাবো সবাইকেই।

(পিএস/অ/ডিসেম্বর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test