E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এক এগারো : লোম বাছলে থাকবে না কম্বল

২০১৬ মার্চ ১৯ ১৪:৫৭:৫১
এক এগারো : লোম বাছলে থাকবে না কম্বল

প্রবীর সিকদার : পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশের সরকারগুলোর প্রধান দায়িত্ব ছিল আওয়ামীলীগকে ক্ষমতার বাইরে রাখা। নব্বইয়ে স্বৈরশাসক এরশাদের পতন হলেও পরবর্তী নির্বাচনে দারুণ সম্ভাবনা সত্বেও রহস্যজনক কারণে আওয়ামীলীগকে ক্ষমতার বাইরেই থাকতে হয় ; ক্ষমতার আসীন হয় এরশাদের চেয়েও ভয়ংকর ক্ষতিকর স্বৈরশাসক জিয়ার দল বিএনপি। ছিয়ানব্বইয়ের নির্বাচনেও আওয়ামীলীগকে ক্ষমতার বাইরে রাখার চূড়ান্ত ষড়যন্ত্র হয়েছিল।

তৎকালীন তত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমানের দৃঢ়তায় সেই ষড়যন্ত্র ভেস্তে যায় ; দীর্ঘ একুশ বছর পর কোনও রকমে ক্ষমতার স্বাদ নেয় আওয়ামীলীগ। দীর্ঘ একুশ বছর পর সব চেয়ে ভালো সরকার পরিচালনার পরও ২০০১এর নির্বাচনে তত্বাবধায়ক সরকারের অন্ধকার ছকে আওয়ামীলীগকে আবার ক্ষমতার বাইরে ছুড়ে ফেলা হয়।

২০০৬ সালে মেয়াদ শেষে বিএনপি-জামায়াত জোট সরকার ফের ক্ষমতায় ফিরতে পরবর্তী নির্বাচন নিয়ে চূড়ান্ত ফাজলামো শুরুর প্রেক্ষাপটে ২০০৭ সালে এক এগারোর তত্বাবধায়ক সরকার ক্ষমতার মসনদে আসীন হয়। সেনা সমর্থিত সেই সরকারের আমলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ আওয়ামীলীগের অনেক নেতাই নির্যাতিত হয়েছেন। কিন্তু এর সাথে অন্য সত্যও লুকিয়েছিল ; ওই সময়ে কৃতকর্মের জন্য মাশুল দিয়েছেন খালেদা জিয়াসহ বেশ কয়েক জন বিএনপি নেতা ; বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এক এগারোর সময়কালের সেনা প্রধান মঈন উ আহমেদ একমাত্র সেনা প্রধান যিনি জাতিরজনক হিসেবে বঙ্গবন্ধু মুজিবকে শ্রদ্ধা নিবেদন করেছিলেন।

তারপরের ইতিহাস আমাদের সবার জানা; এক এগারোর তত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আওয়ামীলীগ আবার ক্ষমতায় ফিরে এসে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর করে এবং একাত্তরের ঘাতকদের বিচার শুরু করে। আজ যে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন, সেটাও ওই বিতর্কিত এক এগারোর তত্বাবধায়ক সরকারের ভূমিকার কারণেই।

আজ যারা এক এগারো নিয়ে গলাবাজি করছেন, তাদের কাছে আমার বিনীত আবেদন, দয়া করে কম্বলের যত্ন নিতে লোম বাছতে যাবেন না; লোম বাছলে থাকবে না কম্বলই। এক এগারোর সরকার আর যাই করুক, নির্বাচনী ষড়যন্ত্রে আওয়ামীলীগকে ক্ষমতার বাইরে ছুড়ে দেয়নি। অথচ অন্য সব সরকারের প্রধান দায়িত্বই ছিল, আওয়ামীলীগকে ক্ষমতার বাইরে রাখার সব রকমের নীলনক্সা প্রণয়ন ও তার সফল বাস্তবায়ন করা।

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test