E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুধু শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামীলীগের পক্ষেই সম্ভব

২০১৬ মে ১৪ ১০:০৬:১৪
শুধু শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামীলীগের পক্ষেই সম্ভব

প্রবীর সিকদার


কেউ কেউ মাঝে মধ্যে বলে থাকেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার মৌলবাদ-জঙ্গিবাদীদের সঙ্গে আপস করে চলছে। আমি এই কথাটার যৌক্তিকতা খুঁজে পাই না।

বাংলাদেশে মৌলবাদ-জঙ্গিবাদের শেকড় এবং এর উত্থানের মূল কারিগর হচ্ছে জামায়াত। রগকাটা আর জবাইয়ের রাজনীতির নিয়ন্ত্রকও এই জামায়াত। একাত্তরের ঘাতক সেই জামায়াতের দুর্ধর্ষ নেতাদের একের পর এক ফাঁসিতে ঝুলিয়ে মৌলবাদ-জঙ্গিবাদীদের সঙ্গে আপস করবার সুযোগ কোথায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের! সৃষ্টিকর্তা না করুন, যদি কখনো মৌলবাদ-জঙ্গিবাদীরা দেশের নিয়ন্ত্রণ হাতে পায়, সেদিন কি শেখ হাসিনা বা আওয়ামীলীগের কোনো নেতাকর্মী রেহাই পাবেন? অবশ্যই না।

শেখ হাসিনা তথা আওয়ামীলীগ সেটা ভালোভাবে জেনে-বুঝেই মৌলবাদ-জঙ্গিবাদের বিরুদ্ধে কার্যকর ও কৌশলী সফল লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু আজ যারা মৌলবাদ-জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে আপসের অভিযোগ তুলছেন তাদের অনেকেই মৌলবাদ-জঙ্গিবাদীদের সঙ্গে সেদিন আপস করতে দ্বিধা করবেন না। তাহলে তাদের উদ্দেশ্য কি?

দেশে মৌলবাদ-জঙ্গিবাদ বিরোধী কার্যকর ও সফল অবস্থানে থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়াই কি তাদের উদ্দেশ্য ?

আমি খুব স্পষ্ট করেই বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বাধীন এই সরকারকে সরিয়ে দেশ থেকে মৌলবাদ-জঙ্গিবাদ নির্মূল করা একেবারেই অসম্ভব। অতি বিপ্লবের নামে যারা বর্তমান আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে মৌলবাদ-জঙ্গিবাদীদের সঙ্গে আপসের অভিযোগ তুলছেন হয় তারা মূর্খ, নয়তো তারা শয়তান।

(পিএস/অ/মে ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test