E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

তথ্যমন্ত্রীর চেয়ার ও বঙ্গবন্ধু মুজিব কিংবা শেখ হাসিনা !

২০১৬ জুলাই ২৭ ১১:২৪:৪৪
তথ্যমন্ত্রীর চেয়ার ও বঙ্গবন্ধু মুজিব কিংবা শেখ হাসিনা !

প্রবীর সিকদার


টিআর, কাবিখা নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন, 'দরিদ্রদের জন্য কর্মসূচি টিআর ও কাবিখা বরাদ্দের ৮০ শতাংশই চুরি হয়।' এই নিয়ে তুমুল হৈচৈ......। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী এমপিরা। গরম হয়েছে মন্ত্রীসভা বৈঠক। পরে তথ্যমন্ত্রী ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ঘটনা বিশ্লেষণে একথা পরিষ্কার, ইনু সাহেবের বক্তব্যে মন্ত্রী এমপিরা খুব চটেছেন।

আজ খুব মনে পড়ছে বঙ্গবন্ধুর কথা। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ নিয়ে হিমশিম খাচ্ছিলেন বঙ্গবন্ধু মুজিব। গরীবের জন্য আনা ত্রাণসামগ্রী বিতরণে নানা অনিয়মে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন, ..........'সবাই পায় সোনার খনি, আর আমি পাইছি চোরের খনি '............... 'সাড়ে সাত কোটি বাঙালীর জন্য আট কোটি কম্বল, আমার কম্বল গেল কই ?' বঙ্গবন্ধুর এই ধরণের উক্তিতে কেউ কেউ হয়তো ক্ষুব্ধ হয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু তাঁর বক্তব্যের জন্য কারো কাছেই দুঃখ প্রকাশ করেননি।

এই তো সেদিনও আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সহকর্মীদের ওপর ক্ষুব্ধ হয়েই বলেছিলেন,...... 'সবাইকে কেনা যায়, শেখ হাসিনাকে নয়।' শেখ হাসিনার এই কথায় তাঁর সহকর্মীরা উচ্ছ্বসিত হয়েছিলেন, এমন নয়। তবে শেখ হাসিনা তাঁর কথাতেই অটল ছিলেন।

দেশের আমজনতা বঙ্গবন্ধুর সেই দিনের উক্তি ও সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উক্তিতে দারুণ উল্লসিত হয়েছিলেন এই ভেবে যে, আপনজনদের প্রতি ক্ষোভ প্রকাশ করতে কোনো দ্বিধা নেই; শাবাশ নেতৃত্ব!

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেব কিছু একটা বললেন, আমজনতা উল্লসিত হলেও তিনি নিজেই তার অবস্থানে ঠিক থাকতে পারলেন না; দুঃখ প্রকাশ করে চেয়ার রক্ষার একটি চেষ্টা তাঁকে করতেই হলো!

(পিএস/অ/জুলাই ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test