E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একবছর পর ফের সুপার মুন

২০১৭ ডিসেম্বর ০৩ ১৩:২২:২৪
একবছর পর ফের সুপার মুন

ফিচার ডেস্ক : পর পর তিন বছরই পৃথিবীর মানুষ দেখতে পাবে সুপার মুন। ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর এবং ২০১৬ সালের ১৪ নভেম্বরের পর এ বছর ৩ ডিসেম্বর দেখা মিলছে সুপার মুনের। প্রতিবছর সুপার মুনের উদয় নিয়ে মানুষের আগ্রহে কিছুটা হয়তো ভাটা পড়েছে।

জানা যায়, ৩ ডিসেম্বর রাতের আকাশে দেখা যেতে পারে সবচেয়ে বড় চাঁদ। যা ‘সুপারমুন’ হিসেবে পরিচিত। স্বাভাবিক অবস্থানের তুলনায় এই রাতে অনেক কাছে দেখা যাবে চাঁদকে। স্বাভাবিকের চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে বলে জানা যায়। এমনকি আরো উজ্জ্বল গোলাকার থালার মতো দেখা যাবে এই চাঁদ। চাঁদের ঔজ্জ্বল্যের পরিমাণ বেড়ে যাবে প্রায় ৩০ শতাংশ।

নাসা জানায়, ৩ ডিসেম্বর ছাড়াও ২০১৮ সালের প্রথম দিন ও শেষ দিন আবার ‘সুপার মুন’ দেখা যাবে। এর আগে চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল ১৯১০, ১৯২৮, ১৯৪৬, ১৯৬৪ এবং সর্বশেষ ১৯৮২ সালে। ৬৮ বছর পর ২০১৬ সালের ১৪ নভেম্বর দেখা গিয়েছিল ‘সুপার মুন’।

বিজ্ঞানীরা দাবি করেছিলেন, ২০১৬ সালের ১৪ নভেম্বরের পর ২০৩৪ সালের নভেম্বর মাসে চাঁদ পৃথিবীর এতো কাছে আসবে। কিন্তু বছর না যেতেই আবার সুপার মুনের আগমন বিশ্ববাসীকে ততোটা চমকাতে পারেনি।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test