E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৫০ বছরের পুরনো টি-পটের দাম সাড়ে ৮ লাখ ডলার!

২০১৮ আগস্ট ১০ ১৭:১৪:১৪
২৫০ বছরের পুরনো টি-পটের দাম সাড়ে ৮ লাখ ডলার!

ফিচার ডেস্ক : ইংল্যান্ডের পশ্চিমে অবস্থিত ক্যাথেড্রাল শহরে একটি নিলাম হাউসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ২৫০ বছরের ঢাকনাবিহীন, ভাঙাচোরা ‍একটি পুরনো টি-পটের দাম উঠেছে ৮ লাখ ৬ হাজার ডলার।

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের পক্ষ থেকে একজন ডিলার সর্বোচ্চ দামে কিনে নেন টি-পটটি। যদিও টি-পটটি নিলামঘরে তোলার পর এর মূল্য ধরা হয়েছিল ১০-২০ হাজার ডলার।

টি-পটটি সম্পর্কে ধারণা করা হচ্ছে, ১৭৬০ সালের শেষের দিকে সাউথ ক্যারোলাইনার কেইন হোয় ফ্যাক্টরি থেকে পোর্সেলিনের তৈরি সাদার ওপর নীলের নকশা করা টি-পটটি তৈরি করা হয়। শুধু তা-ই নয়, এটিকে আমেরিকায় প্রথম দিকে পোর্সেলিনে তৈরি কোনো পাত্র হিসেবেই ধরা হচ্ছে, যা কিনা তৈরি করা হয়েছে আজ থেকে ২৫০ বছরেরও আগে।

শেষতক সর্বোচ্চ ৮ লাখ ৬ হাজার ডলার হাঁকিয়ে নিউইয়র্ক মেট্রোপলিটন মিউজিয়াম এটি নিজেদের দখলে নেয়। বর্তমানে এটি সেখানেই রয়েছে।

(ওএস/এসপি/আগস্ট ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test